সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১১ টি নার্সিং কলেজ পা’চ্ছে পশ্চিমবঙ্গ, কোথায় কোথায় হ’বে?

প্রতীকী ছবি

গত ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছিলেন। বিভিন্ন খাতে সরকারের আয় ও ব্যয়ের হিসাব,বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে উপকৃত মানুষের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণাও করা হয় দেশজুড়ে । নতুন প্রকল্পগুলির মধ্যে একটিতে ঘোষণা করা হয় যে দেশের ১৫৭টি নতুন সরকারি মেডিক্যাল কলেজে নার্সিং কলেজও (Nursing College) তৈরি করা হবে।

তবে সেইসময় কোন রাজ্যে কতগুলি কলেজ হবে সেটা নির্দিষ্ট করে জানানো হয়নি। গতকাল,বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছে যে কোথায় কতগুলি কলেজ তৈরি করা হবে। সূত্রে খবর পশ্চিমবঙ্গে ১১টি নার্সিং কলেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো খবর: ১৮ লাখের গাড়িকে টা’ন’ছে গাধা, রি’টা’র্ন করা হ’চ্ছে শোরুমে! ব্যাপারটা কি?

উলুবেড়িয়া, বারাসাত, ডায়মন্ড হারবার, আরামবাগ, বীরভূমের রামপুরহাট, ঝাড়গ্রাম, কোচবিহার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়িতে একটি করে কলেজে তৈরি করা হবে।

প্রতি কলেজ মোট ১০০ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পাবেন বিএসসি (নার্সিং) কোর্স। প্রায় ১০ কোটি টাকা খরচ হবে কলেজ পিছু। বুধবার দেশের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন,” দেশে বর্তমানে নার্সিং প্রশিক্ষণের আসন রয়েছে ১.১৮ লক্ষ।

তবে বিপুল চাহিদার কথা মাথায় রেখেই আরও ১৫৭টি নার্সিং কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে । মোট বরাদ্দ করা হয়েছে ১৫৭০ কোটি টাকা।”