সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অদূর ভবিষ্যতে টিকিট বুকিং কাউন্টার গুলো কি ব’ন্ধ হ’তে চলেছে? কি বলছে রেলমন্ত্রক?

ভারতীয় রেল এবার তাদের তিন দশকের পুরোনো যাত্রী সংরক্ষণ ব্যবস্হায় এক দারুন বদল আনতে চলেছে। ভুয়ো আইডি দিয়ে যাতে আর সংরক্ষিত আসন বুক করতে না পারে তার ব্যবস্হা করতে চলেছে ভারতীয় রেল।

ভারতীয় রেল সেই কারণেই এখন গ্রান্ট থর্নটন নামক এক বেসরকারি সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে। এই বেসরকারি সংস্থা এখন নাকি আইআরসিটিসির বর্তমান ওয়েবসাইট খতিয়ে দেখছে , আর তাদের রিপোর্ট অনুযায়ী ভারতীয় রেল তাদের নিয়মে বদল আনার চিন্তা ভাবনা করবে বলেই মনে করা হচ্ছে।


রিজার্ভেশন এর যে বর্তমান ব্যবস্হা রয়েছে সেটা ভারতীয় রেলের তিনদশক পুরানো তাই এর বদলের প্রয়োজন বলেই মনে করছে ভারতীয় রেল। এই নিয়ম অনুযায়ী সাধারণ মানুষ দারুণ অস্বস্তির শিকার তবে ২০০৫ সালের ই টিকিট চালু হওয়ার পর থেকে কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।

আরো পড়ুন: খা’রা’প আবহাওয়ায় বঙ্গোপসাগরে নৌকাডুবি, ১৮ মৎস্যজীবী নি’খোঁ’জ

কিন্তু বর্তমান চাহিদা অনুযায়ী এই সিস্টেমেও খুশি নয় মানুষ জন। মাঝে মাঝেই ওভারলোড হয়ে যায় সিস্টেম। এবার এই সিস্টেম এর বদলের সময় ঘনিয়ে এসেছে। রেলের ৮০% টিকিট কিন্তু আইআরসিটিসির মাধ্যমেই কাটা হয়।

এবার টিকিট কাউন্টার বন্ধের দাবি করেছে সংসদীয় কমিটি। আগামীতে কিভাবে কি করে সেটা দেখার অপেক্ষা। তবে রেলের তরফ থেকে এমন কিছু ঘোষণা করা হয়নি এখনো। তা ইতিমধ্যে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে।