সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি ত’বে অসম? প্রতিবেশী রা’জ্যে’র বিধায়ক অখিল গগৈকে প্র’স্তা’ব মমতার!

একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বাংলা দখল করে নিয়েছে তৃণমূল। বাংলা বিজয়ের পর তৃণমূলের লক্ষ্য এখন সারা দেশে প্রভাব বিস্তার করা। সেই কারণে একের পর এক রাজ্য কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরার পর এবার বিজেপি শাসিত অসমের দিকেও এগোচ্ছে তৃণমূল। অসময়ে কৃষক নেতা অখিল গগৈকে দলে টানার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল এখন থেকে আর শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সারা দেশের মধ্যে প্রভাব বিস্তার করবে তৃণমূল। সেই লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার আহ্বান জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সেই আহ্বান অসময়ের কৃষক নেতার কাছেও পৌঁছেছে। তিনি সম্প্রতি জানিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠাতে আঞ্চলিক দলগুলি একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছেও এসে পৌঁছেছে সেই আহ্বান। অসমে তৃণমূলের যে রাজ্য কমিটি হবে, তাতে অখিল গগৈকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে।

অখিল গগৈ আরো বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নবজাগরণের প্রতীকস্বরূপ। বিজেপি, আরএসএস-এর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই সম্পূর্ণ দেশকে নেতৃত্ব দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। তৃণমূলের তরফ থেকে আহবান পাওয়ার পর অখিল গগৈ কলকাতায় এসে বৈঠক সেরে গিয়েছেন বলেও জানা গিয়েছে।