সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডি’ভো’র্স ঠে’কা’তে আদালত চত্বরেই স্ত্রীকে হ’ত্যা করলেন স্বামী

আদালত চত্বরে ঘটে গেল এক নৃশংস ঘটনা, ঘটনাটি ঘটে হাসান জেলার হোলেনরাসিপুরে, এটি কর্নাটকের একটি জায়গা। সেখানে একটি পারিবারিক আদালতে স্ত্রীর গলা কেটে খুন করলেন স্বামী, কিন্তু কেন? এই দম্পতি কোর্টে গিয়েছিলেন কেন? কি এমন ঘটেছিল যার ফলে এমন ঘটনা ঘটলো? আসুন জানবো সবিস্তারে।

বিষয়টি বিবাহ বিচ্ছেদের মামলা এবং সেই মামলার কাউন্সেলিং সেশনে যোগ দিতে এসেছিলেন ওই দম্পতি। সাত বছরের সম্পর্ককে বাঁচাতে মরিয়া চেষ্টা করেছিলেন স্ত্রী তাই সেই কাউন্সেলিং সেশনে যোগদান করা।

তবে তাঁর জন্য যে এখানে এমন বিপদ ঘনিয়ে আসছিল জীবনে তা ঘুনাক্ষরেও টের পাননি তিনি, কাউন্সিলিং সেশনে স্বামী-স্ত্রী দুজনেই নিজেদের মধ্যে অমিল ও মতান্তরকে সরিয়ে রেখে ফের একসঙ্গে থাকাতে সম্মতি হয়েছিলেন, কিন্তু স্বামী শিবকুমার যে এভাবে স্ত্রী চৈত্রকে খুন করে দেবেন তা ভাবা যায়নি।

আরো পড়ুন: মৌসুনিতে বাঁ’ধ ভাঙলো, সমুদ্র সংলগ্ন হোটেলে ঢুকে গে’লো জল, আ’ত’ঙ্কে পর্যটকরা

কাউন্সেলিং সেশনের পর স্ত্রী যখন ওয়াশরুমে যান সেখানেই স্বামী শিবকুমার ছু’রি দিয়ে চৈত্রের গ’লা কে’টে দেন। যদিও সাথে সাথে চৈত্র দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়, যদিও কৃত্রিম শ্বা’স-প্রশ্বাসের ব্যবস্থা হাসপাতালে করা হয় কিন্তু গভীর ক্ষতের কারণে সেখান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে, তাই শেষ রক্ষা হয়নি। তবে স্ত্রীকে খুন করে আদালত চত্বর থেকে পালানোর চেষ্টা করেছিলেন শিবকুমার, তাতে তিনি সক্ষম হননি ধরা পড়ে যান।

তবে আপাতত পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন কারণ কিভাবে কোর্ট চ’ত্ব’রে অ’স্ত্র নিয়ে ঢুকলেন তিনি সেটিও দেখা হবে এবং সেটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসানের সিনিয়র পুলিশ হরিনাম শঙ্কর। ঘটনাটি সোশ্যাল মিডিয়া জানাজানি হওয়ার পর অনেকেই শিবকুমারের কঠোরতম শাস্তির দাবী করেছেন।