সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাষ করতে হ’বে মা’ত্র ১ বার, আ’য় করবেন এক টা’না ২৪ বছর! জেনে নিন কি ফল এটি

চাকরি না করে যারা ব্যবসা করে উপার্জন করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আপনার কাছে যদি বেশ কিছুটা পরিমাণ জমি থাকে তাহলে সেই জমি ব্যবহার করে আপনি লাখোপতি হতে পারেন।

1/2 বছরের জন্য নয়, একবারের প্রয়াসে টানা 24 বছর আপনি বসে খেতে পারবেন ডালিম গাছের চাষ করে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, অন্ধপ্রদেশ, কর্নাটক, তামিলনাডু ও গুজরাটের বাসিন্দারা এইভাবে চাষ করে প্রচুর টাকা মুনাফা অর্জন করছেন।

ডালিম গাছের চাষের ক্ষেত্রে খুব বেশি পরিশ্রম করতে হয় না। এই গাছের ফলের চাহিদা বাজারে প্রচুর। ফলের চারা একবার কিনে এনে লাগালে কিছুদিন পরিচর্যা করলেই বছরের পর বছর বসে খেতে পারবেন।

আরো পড়ুন: ভা’গ্যে কি বড়লোক হওয়ার কো’নো যো’গ আছে? আপনার শ’রী’রে’র গঠনই তা বলে দেবে!

আবহাওয়া ভেদে কমবেশি 2-4 বছর এদিক-ওদিক হলেও মোটামুটি 24 বছর পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যায়। শুধু গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য যে উপায় অবলম্বন করতে হবে সেটুকু করলেই যথেষ্ট।

কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগস্ট অথবা মার্চ মাসের দিকে ডালিমের চারা লাগাতে হয়। যে কোনো প্রকার মাটিতে এই গাছের চাষ করা যায়। চাষের জন্য এক মাস আগে থেকে গর্ত খুঁড়ে রাখতে হবে।

তারপর এই গর্ত 15 দিন খুলে রাখার পর এরমধ্যে কুড়ি গ্রাম মত শুকনো গোবর দিতে হবে। তারপর 1 কিলোগ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ও আধ গ্রাম ক্লোরোপাইরিফস চূর্ণ মিশিয়ে গর্ত ভরে দিতে হবে।

15 সেন্টিমিটার পর্যন্ত ডালিমের গাছ গুলোর জন্য পর্যাপ্ত জলসিঞ্চন করা প্রয়োজন। পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে গাছে জল দিতে হবে। একটা ডালিম গাছ 80 কিলো ফল দিতে পারে।

এক হেক্টর জমিতে 8800 কুইন্টাল ফল পাওয়া যায়। এক হেক্টর ডালিম চাষ করলে 8 লক্ষ টাকা পর্যন্ত আয় হয়। যা যেকোনও বড় বড় কোম্পানির অফিসারদের আয়কেও টেক্কা দেয়।