সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের একমাত্র দেশ যেখানে রাস্তার পা’শে কেজি দ’রে বি’ক্রি হয় টা’কা

পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে অর্থের জন্য কোন অপরাধ করতে হয় না এবং কেউ অর্থের পিছনে দৌড়ায় না। সেখানে টাকা বিক্রি হয়। তবে এটি কিন্তু পুরো দেশের মধ্যে নয় দেশের একটি জায়গায়।

এই দেশটি হল আফ্রিকা এবং আফ্রিকার মধ্যে যে জায়গায় এটি হয় সেটি হল সোমালি ল্যান্ড। এখানে মানুষ টাকার পেছনে দৌড়ায় না এবং অর্থের জন্য কোন সমস্যায় পড়তে হয় না।

তবে এখানকার টাকার মূল্য খুবই কম। কারণ টাকা এখানে বাজারে বিক্রি হয় এবং এখানেই যে কেউ কম দামে টাকা কিনতে পারবেন।

আরো পড়ুন: পোস্ট অফিসের ঝুঁকিহী’ন স্কি’ম, মে’য়া’দ মা’ত্র ১০ বছর, জানুন বিস্তারিত

এই দেশের মুদ্রার নাম হল সোমালিল্যান্ড শিলিং। এই জায়গায় বিশ্বের বিভিন্ন পর্যটকরা ভ্রমন করতে আসেন। তাঁদেরকে এখানকার মানুষদের জমানো পুরোনো মুদ্রা খুব কম দামে বিক্রি করা হয়।

আসলে এখানকার মানুষের ধারণা হলো, কয়েক দিনের মধ্যে তাঁদের উপার্জনের টাকা উধাও হয়ে যাবে। সেই ভয়ে বা ধারণায় তারা তাদের অর্থকে কম দামে বিক্রি করেন। কারণ তাদের ধারণা মুদ্রা অদৃশ্য হওয়া বা নষ্ট হওয়ার থেকে এই ভাবেই বাঁচানো যায়।