সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজো মণ্ডপে “নো এন্ট্রি”, আ’রো একগুচ্ছ নি’য়’ম মানতেই হবে আপনাকে

দেখতে দেখতে চলে এলো পুজো। গত বছরের মতো এ বছরও করোনার মধ্যেই আমাদের করতে হবে পুজো পরিক্রমা। কিন্তু করোনা আক্রান্তর সংখ্যা কিছুটা কম হলেও এই বছরও বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে আমাদের। এবছর দুর্গাপুজো এবং কালী পুজোর মন্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মন্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে সকলকে।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে জানানো হয়েছে এই কথা। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের মতো এ বছরও মণ্ডপে প্রবেশ করতে পারবেন না কোন দর্শনার্থী। করোনাভাইরাস পরিস্থিতিতে এই বছরও সীমিত সংখ্যক উদ্যোক্তাদের প্রবেশের অনুমতি থাকবে মন্ডপের মধ্যে প্রবেশ করার। এছাড়া বড় মন্ডপ গুলির মধ্যে সর্বাধিক ২৫ জন একসাথে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন আদালত।

ছোট ছোট মণ্ডপগুলোতে একসাথে প্রবেশ করতে পারবেন ১২ জন। পুজোর আগেই প্রতিটি কমিটিকে সেই অনুযায়ী একটি তালিকা তৈরি করতে হবে। যে সমস্ত সদস্যরা মন্ডপের ভেতরে প্রবেশ করবেন তাদের করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে চলতে হবে।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, গত বছরের মতো এবারও পরিস্থিতি অনুযায়ী কিছু বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করতে হবে। বিধি-নিষেধের আর্জি জানিয়ে এই বছর হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই রাজ্য সরকারের তরফে হলফনামা পেশ করে জানানো হয়, মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ না করতে দেওয়ার পক্ষে রয়েছেন তারা।

হাইকোর্টের নির্দেশে জানানো হয়েছে, প্রতিরোধী মন্ডপের বাইরে দেওয়া হবে ব্যারিকেড। ছোট মন্ডপের ক্ষেত্রে ৫ মিটার এবং বড় মন্ডপের ক্ষেত্রে ১০ মিটার দূরে ব্যারিকেড দেয়া হবে। অঞ্জলি এবং সিঁদুর খেলার সময় ও কিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হবে সকলকে।