সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্ডেনবার্গের বি’রু’দ্ধে আ’ই’নি লড়াইয়ে নামছে আদানি গোষ্ঠী, নি’য়ো’গ করা হলো বিশ্বের সবচেয়ে দা’মি সংস্থাকে

আমেরিকার হিন্দেনবার্গ রিপোর্ট নিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে ভারতে। সেখান থেকেই প্রথম নজরে এসেছে ভারতের আদানি গোষ্ঠীর পতন। যার ফলে অর্থনীতিতে আদানিদের ভীত অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

আর হিন্দেনবার্গ পত্রিকা তাদের বিরুদ্ধে যে রিপোর্ট প্রকাশে এনেছে তাকে এবার চ্যালেঞ্জ করল আদানি। বিশ্বের সবচেয়ে দামি আইনি পরামর্শদাতা নিউইয়র্কের ওয়াচ টেল,লিপটন রোজেন অ্যান্ড কাটোজ কে নিয়োগ করতে চলেছে আদানি। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ফিনান্সিয়াল টাইমসে।

ইলন মাস্ক যখন টুইটার নিয়ে কিছুটা বাড়াবাড়ি করছিলেন সেইসময় নিউ ইয়র্কের আইনি পরামর্শদাতা ওয়াচ টেলকে হায়ার করা হয়েছিল। শেয়ার হোল্ডারদের সঙ্গে যখন টেসলা এবং মাস্ক উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে সেই সময় এই ওয়াচ টেল রাস্তায় নামে। আদানিও তাদের শরণাপন্ন হতে চলেছে।

আরো খবর: পি’ছি’য়ে গেল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার দিন, কবে শু’রু হ’বে জানুন

এই আইনি সংস্থা কে নিয়োগ করতে প্রচুর টাকা খসাতে হবে আদানিকে। সাম্প্রতিককালে আদানি গোষ্ঠী নিউইয়র্কের এই অভিজ্ঞ আইনজীবীদের নিযুক্ত করবে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। ২৫ শে জানুয়ারি হিন্দেন বার্গের রিপোর্ট পেশ হওয়ার পর থেকেই আদানির মাথায় হাত পড়েছে।

তাদের রিপোর্ট অনাজ্য এবং মিথ্যা বলে দাবি করেছিল আগামী গোষ্ঠী আমেরিকার আদালতে তারা চ্যালেঞ্জ জানায়। নিজেদের দাবির পক্ষে এই সংক্রান্ত আরো তথ্য তারা প্রকাশ করবে বলে জানিয়ে দেয় আদানি। তবে হিন্দেনবার্গ সংস্থাও ছাড়ার পাত্র নয়।

তারাও জানিয়ে দিয়েছে তাদের গবেষণার পিছনে রয়েছে নির্দিষ্ট প্রমাণ। প্রয়োজনে তারাও আমেরিকার আদালতে সেই সব নথি পেশ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। আর এবার আদানিদের হয়ে সওয়াল করবে ওয়াচ টেল।বোঝাই যায় খেলা বেশ জমে উঠবে।