সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেই দু’টো হাত, এই খুদের নাচ দে’খে চো’খ ফে’রা’তে পারছেন না দেশবাসী! রইলো ভিডিও

এখন তো টিভি চালানো মানেই বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শো গুলোর রমরমা। ভারতের অন্যতম একটি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো হল ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার’। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি ছোট ছোট শিশুদের রিয়েলিটি শো। এখানে অসংখ্য শিশু ভিড় করে নিজেদের প্রতিভার প্রদর্শন করতে।

আর এভাবেই ধীরে ধীরে তারা বিচারক সহ দর্শকদের মন জয় করে নেয়। আরো একবার এই শো শুরু হতে চলেছে। এই শো-এর প্রোমোতেই এমন এক শিশুর ডান্স পারফরম্যান্স দেখানো হয়েছে যা খুবই মর্মস্পর্শী। এই শিশুর প্রতিভা দেখে সকলেই হতবাক। তাই এই শো কবে শুরু হবে তাই নিয়ে লোকজন খুবই উচ্ছ্বসিত।

এই ছেলেটি থাকে নাগৌর জেলার অন্তর্গত মাকরানা শহরে, নাম আহমেদ রাজা। জন্ম থেকেই শিশুটির দুটো হাত নেই এবং পায়েও রয়েছে সামান্য অক্ষমতা। তবুও তার মনের জোর এতটাই যে সে নিজেকে কখনোই প্রতিবন্ধী মনে করে না।

আরো পড়ুন: আ’জ’ব নিয়ম, এই গ্রামে সন্তান জ’ন্ম দেওয়া একপ্রকার অ’প’রা’ধ!

শো-এ উপস্থিত আহমেদের বাবার থেকে জানতে পারা যায়, তার যখন জন্ম হয় তখন তার বাবা ফারহান সহ পরিবারের সবাই খুব হতাশ হয়েছিলেন এবং তাদের আত্মীয় স্বজনরা ফারহানকে বলেছিলেন আহমেদকে একটি অনাথ আশ্রমে দিয়ে আসতে।

কিন্তু তিনি তাদের কথা শোনেননি, বরং তিনি ঠিক করেন যে তিনি আহমেদকে তার নিজের সকল ক্ষমতা দিয়ে লালন-পালন করবেন এবং তাকে শক্তিশালী করে তুলবেন। দুর্বলতা দিয়ে নয়, বরং শক্তিশালী আহমেদকেই সকলে চিনবে।

শো-এর সমস্ত বিচারক আহমেদের চিত্তাকর্ষক নাচ দেখে একেবারে স্তম্ভিত। আহমেদের জীবনের লক্ষ্যই হল একজন সফল নৃত্যশিল্পী হওয়া।আহমেদের জীবনের এই চরম লড়াই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ তার নৃত্য গুরু আশীষ। যিনি ভবিষ্যতে আহমেদকে একজন সফল ব্যক্তি রূপে দেখতে চান।

মনের ইচ্ছাশক্তির অভাবেই তো দুটো হাত, দুটো পা থাকা সত্ত্বেও অনেক মানুষ নিজের জীবনে এগিয়ে যেতে পারেননা। আহমেদের বাবা ফারহান এও চেয়েছিলেন যে তার ছেলের স্বপ্ন পূরণের জন্য, তাকে সুস্থ করে তোলার জন্য সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান তাদের সাহায্য করুক, কারণ তাদের অর্থনৈতিক অবস্থাও দুর্বল। উদয়পুর নারায়ন সেবা সংঘের চিকিৎসার মাধ্যমে আজ আহমেদ নাচতে ও হাঁটতে পারছে।