সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষকের বাড়িতে চু’রি করে যাওয়ার প’থে প্রণাম করে বাজার করার টা’কা রেখে গেলো চোর

চুরি করা মহা বিদ্যা যদি না পর ধরা। কিন্তু তাই বলে সেই চুরি করার সময় যদি সামনে মাস্টারমশাই দাঁড়িয়ে থাকে তাহলে কি হতে পারে? তাকে একটা প্রণাম না ঠুকলেই নয়। সম্মানটা এক জায়গায় আর চুরি করাটা এক জায়গায়।

তাই চুরি করার সাথে সাথে প্রণামটাও করে নিলেন চোর বাবাজি। সত্যি এই কান্ড দেখে অবাক বাড়ির মালিক, কি করছে চোর? তাকে কেন প্রণাম করছে। তবে সাহস করে বাড়ির মালিক বলেছে যে সব নিয়ে গেলে তাহলে কালকের বাজারটাও যে হবে না?

তখন হয়ত একটু মায়া দেখিয়েই ২০০ টাকা গুজে রেখে গেলেন চোর বাবাজি। ফারাক্কা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে দয়ালু চোর বাবার বিরুদ্ধে। তবে হ্যা সেই ২০০ টাকাই বাকি সমস্ত কিছু নিয়েই পগারপার চোর।

আরো পড়ুন: সন্তানকে অ’প’হ’র’ণ’কা’রী’দে’র হা’ত থে’কে বাঁচানোর আপ্রাণ চে’ষ্টা মায়ের, ভিডিও ভাইরাল

গতকাল সোমবার রাতের দিকে এই ঘটনা ঘটেছিল, যার বাড়িতে চুরি করতে ঢুকেছিল সে আসলে ফারাক্কা ব্যারেজ হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।নাম তার হরিশ্চন্দ্র রায়। রাতের খাওয়া শেষ করে ওষুধ খাওয়ার পালা শুরু হয়েছে সবেমাত্র।

তারপরেই শোয়ার পালা। মাত্র বালিশে মাথা ঠেকিয়েছে তার পরেই চোর বাবাজির আগমন। হাতে ছিল হাসুয়া ও ভোজালি। এইসব দেখে স্বভাবিক ভাবেই ভয়ে জর্জরিত হয়ে পরেন তিনি।

চোর বাবাজি দের আটাকানোর চেষ্টা করেন কিন্তু লাভের লাভ কিছুই হয় না। পরে তিনি নিজেই আলমারি খুলে চোরের হাতে ১৫ হাজার টাকা তুলে দেয় ও মোবাইল পর্যন্ত নিয়ে যায় তারা। কিন্তু যাওয়ার আগে সমস্ত ঘর লন্ডভন্ড করে দিয়ে যায় তারা।

তিনি বলেন, এমনকি তারা বারবার বলতে থাকে তারা নাকি আমাকে চেনে। কিন্তু যাওয়ার সময় একটা প্রণাম করে ২০০ টাকা হাতে দিয়ে যায় সকালের বাজার করার জন্য। যেটা দেখে অনেকটাই অবাক হই । তবে সমস্ত ব্যাপার পুলিশকে জানায় তিনি, আর আর্জি করেন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।।