সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধ্বং’সা’ত্ম’ক রূপ নিয়ে ধে’য়ে আসছে “মোকা”! ভারতেও লাল স’ত’র্ক’তা

প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা। ঘণ্টায় প্রায় ১৫০-২০০ কিমি গতিবেগ অর্জন করতে পারে এই ঘূর্ণিঝড়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে ক্ষতিগ্রস্থ হতে পারেন লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই এই ঘুর্নিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের জেলা গুলিতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

ওড়িশার ১৮টি উপকূলীয় এবং পার্শ্ববর্তী জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের হাই অ্যালার্ট থাকতে বলা হয়েছে ৷গত ৬ থেকে ৭ মে-র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ৮ থেকে ৯ মে-এর মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়।

এরপর ১০ থেকে ১২ মের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে। এটি আগামী ১৭ মে-র মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোন স্থানে আছড়ে পড়বে।

আরো খবর: আজ রবিবার, ছুটির দিনটি কেমন কাটবে আপনার জানুন, দেখুন রাশিফল (14.05.2023)

গতকাল রাতে ঘূর্নিঝড়টি ভারতের পোর্টব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৬৬০ কিমি, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৫০ কিমি এবং মায়ানমারের সিটওয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৬০ কিমি দূরে অবস্থান করছে।

পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে এবং বাংলাদেশেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাতে ওড়িশা ও আন্দামানের বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। এই ঝড়ের প্রভাবে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমবে এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। মোখার ধ্বংসলীলা দেখতে হবে না বঙ্গবাসীকে,এমনটাই জানিয়েছে মৌসম ভবন।