সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বউয়ের ক’থা চুপি চুপি শো’না যাবে না, রা’য় দিলো হাইকোর্ট

না জানিয়ে টেলিফোনে স্ত্রীর কথোপকথন রেকর্ড করা গোপনীয়তার উপর আঘাত। এমনটাই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। স্বামী যদি স্ত্রীকে না জানিয়ে স্ত্রীর ফোনের কথোপকথন রেকর্ড করে তাহলেই স্ত্রী স্বামীর উপর গোপনীয়তা হননের মামলা করতে পারবে , এমনটাই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০১৭ সালের একটি বিবাহ বিচ্ছেদের মামলায় , স্ত্রীর সাথে তার কথোপকথন আদালতে জমা করেছিল স্বামী। এরপরেই স্ত্রী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই মামলার রায়ে গোপনীয়তা ভঙ্গের কথা জানালো পাঞ্জাব হরিয়ানার হাইকোর্ট।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায়ে বিতর্ক শুরু হয়েছিল। সেই রায়ে বলা হয়েছিল, “সাবালক অথচ বিয়ের বয়ঃপ্রাপ্ত নন, এমন কোনও যুবক যদি তাঁর সাবালিকা বান্ধবীর সঙ্গে একত্রে থাকেন, তাতে বাধা দেওয়ার কিছু নেই”। যদিও হাইকোর্টের বক্তব্য, ওই যুগল যদি অন্য কোনও ভাবে আইনভঙ্গ না করেন, তা হলে শুধুমাত্র একত্রবাসের কারণে তাঁদের দণ্ডিত করা যায় না।