সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত’ছ’ন’ছ কলকাতা! সন্ধ্যায় কালবৈশাখী ঝো’ড়ো ব্যাটিং করলো

এজন্য কথা শেষ না হতে হতেই কাজ শুরু, আলিপুর আবহাওয়া দপ্তর এর আগাম বার্তা আগেই জানিয়েছিল আজ শনিবার বিকেল থেকেই কলকাতার বুকে কালবৈশাখী ঝড় বয়ে চলবে। এবার সেই কথা মতোই দারুন ব্যাটিং করল কালবৈশাখী।

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি বলে প্রমাণিত হলো, এবারের মৌসুমে মোট চারটি কালবৈশাখীর মধ্যে যেটি সবথেকে বেশি শক্তিশালী সেটাই এবার আছে পড়েছে কলকাতার বুকে।

৯০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া যা তিলোত্তমাকে কাপিয়ে দিয়ে চলে গেছে, সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়িয়ে গেছে। শোনা যাচ্ছে কলকাতার বুকে মোট ১৬ টি গাছ পড়েছে।

আরো পড়ুন: গ্যাস সিলিন্ডারে ভ’র্তু’কি দেওয়ার সি’দ্ধা’ন্ত কেন্দ্রীয় সরকারের, জানুন বিস্তারিত

আজকের আগে মোট তিনটি কালবৈশাখীর দেখা পাওয়া গেছে তার মধ্যে প্রথমটির হাওয়ার গতিবেগ ছিল ৬৪ কিমি, দ্বিতীয়টির ও তৃতীয় টির গতিবেগ ছিল ৬৯-৭০ কিমি।

কিন্তু আজ শনিবার বিকাল ঠিক ৪ টা ২৯ মিনিটে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে কলকাতার বুকে। যা ঠিক এ বছরের এক নতুন রেকর্ড গড়লো। তবে শুধু ঝড়ো হাওয়া নয় সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে অনেক জায়গায়।

৫.৩০ টা পর্যন্ত এই বৃষ্টি হয়েছে তার কারণেই দমদম বিমানবন্দরে পরিষেবা ব্যাহত ছিল। এদিকে কালবৈশাখীর দাপটে শহরের বিভিন্ন প্রান্তে বড় বড় গাছ ভেঙে যান চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে।

নীলাম্বর মুখার্জী রোড, পি সি রোড, যতীন দাস রোড, যাদবপুর সুকান্ত সেতু, ফোর্ট উইলিয়াম ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্মুখে, সন্তোষ রায় রোড, আলিপুর রোড, বর্ধমান রোড সব জায়গাতেই গাছ পড়ে, যান চলাচল কিছুক্ষণের জন্য হলেও ব্যাঘাত ঘটিয়েছে।

তাছাড়া নাকি কয়েক জায়গায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকটি বাড়ি,। তার মধ্যে থাকা একজন গুরুতর আহত পর্যন্ত হয়েছে। তাকে ইতিমধ্যেই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।