সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার বাড়ির 5 স্টার এসি বদলে যা’বে 4 স্টারে, ১ জুলাই থেকে হ’বে কার্যকর

পয়লা জুলাই থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে। যার মধ্যে প্রথমত হলো আপনার এসি মেশিন এর রেটিং সিস্টেম বদলে যেতে পারে। এসি স্টার রেটিং নিয়ে নতুন নিয়ম নিয়েছে ভারত সরকার।

পয়লা জুলাই থেকে এসির এনার্জি রেটিং নিয়ম বদলে যাবে। পাঁচ স্টার এসির ক্ষেত্রে উচ্চ শক্তি দক্ষতার নির্দেশিকা থাকছে। নতুন স্টার লাগু হতে চলেছে পয়লা জুলাই থেকে। এবং এর ফলে পুরোনো এসির এনার্জি রেটিং এক স্টার করে কমে যাবে।

অর্থাৎ যদি এই মুহুর্তে আপনার কাছে 5 স্টার এসি মেশিন থেকে থাকে তাহলে পয়লা জুলাই এর পর সেটাও হয়ে যাবে 4 স্টার। উইন্ডো এবং স্প্লিট দুটি ক্ষেত্রে একই রেটিং থাকবে না। দুটির ক্ষেত্রে স্টার রেটিং এর সামান্য পরিবর্তন থাকবে।

আরো পড়ুন: নি’য়ো’গ দু’র্নী’তি মামলায় এবার CBI-র পাশাপাশি ত’দ’ন্ত করবে ED, চা’পে পার্থ চট্টোপাধ্যায়

নতুন রেটিং এর ফলে প্রোডাকশনের খরচা বাড়বে তাই এসির দাম বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। 7 থেকে 10 শতাংশ পর্যন্ত এসির দাম বাড়বে বলে জানা যাচ্ছে। এই বছর 5 স্টার এসির দামের ক্ষেত্রে কেবল পরিবর্তন আনা হবে।

2023 সাল থেকে ফ্রিজের রেট রিভাইজ করা হবে বলে জানা যাচ্ছে। এরপরে আবার 2025 সালে এস সি রেটিং পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুসারে পয়লা জুলাই থেকে শুরু হয়ে এই রেটিং 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।