সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিসেম্বর থে’কে আগামী ৩ মাস বা’তি’ল ১২ টি ট্রেন, রইলো তা’লি’কা

আগামী ডিসেম্বর মাস থেকেই 6 জোড়া ট্রেন বাতিল করতে চলেছে ভারতীয় রেল। টানা তিন মাসের জন্য এই বারোটি ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তরফ থেকে। ডিসেম্বর মাস থেকে শুরু করে নতুন বছরের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনের চাকা গড়াবে না। এরমধ্যে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং গুজরাট রয়েছে।

উৎসবের মরসুমে দেশজুড়ে 668 বিশেষ ট্রেন চালু করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। এখন শীতের মরসুম শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে ধীরে ধীরে বাড়বে কুয়াশার দাপট। এ পরিস্থিতির কথা মাথায় রেখে ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ কিছু ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন সেই তালিকা।

আগামী ৩ ডিসেম্বর থেকে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ০৫০৬৮ বান্দ্রা টার্মিনাস-গোরখপুর সাপ্তাহিক স্পেশাল। আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ০৫০৬৭ গোরখপুর-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল। আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯০১৭ বান্দ্রা টার্মিনাস-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল বাতিল করা হয়েছে।

আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ০৯০১৮ হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল। ৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯৪০৩ আমদাবাদ-সুলতানপুর সাপ্তাহিক স্পেশাল বাতিল। ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯৪০৪ সুলতানপুর-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল, ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯৪০৭ আমদাবাদ-বারাণসী সাপ্তাহিক স্পেশাল, ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯৪০৮ বারাণসী-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল বাতিল করা হয়েছে।

৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯১১১ ভালসাদ-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল, ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ০৯১১২ হরিদ্বার-ভালসাদ সাপ্তাহিক স্পেশাল, ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ০৪৩০৯ উজ্জ্বয়নী-দেরাদুন দ্বি-সাপ্তাহিক, ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ০৪৩১০ দেরাদুন-উজ্জ্বয়নী দ্বি-সাপ্তাহিক বাতিল করা হয়েছে।