সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতীক্ষার অবসান, রাজ্যে শুরু হ’তে চলেছে স্নাতক স্তরের ক্লা’স, জেনে নিন

পুজোর ছুটি শেষে আগামী মাস থেকেই এই রাজ্যে শুরু হতে চলেছে স্নাতকের ক্লাস। সম্প্রতি উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে যে আগামী 8ই নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হবে। ইউ জানানো হয়েছে যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে ক্লাস শুরু হবে অনলাইনে।

গত বছর থেকেই কার্যত করোনার কারণে সারাদেশে স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রয়েছে। তবে ক্লাস চলছে অনলাইনে। সরস্বতী পূজার সময় কিছুদিনের জন্য নবম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস একেবারে বন্ধ। উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে এক আধিকারিক জানিয়েছেন, আগামী 8 ই নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হতে পারে।

দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় স্বভাবতই পড়ুয়াদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। পড়ুয়ারা জানতে চাইছিলেন উচ্চ শিক্ষার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। সেই প্রশ্নের জবাবে উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে এই উত্তর দেওয়া হয়েছে। গত বছরের মতো এই বছরেও স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে আবেদনের জন্য ফি লাগেনি। 2 রা আগস্ট থেকে প্রথম বর্ষে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। 31 শে আগস্ট মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

বিএ, বিএসসি, বিকম অনার্স ও জেনারেলে ভর্তি খাওয়ার শেষ দিন ছিল 30 শে সেপ্টেম্বর। অক্টোবরের প্রথম দিন থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে পূজার কারণে তা সম্ভব হয়নি। আগামী মাসে অনলাইনে নাকি কলেজ খুলে শারীরিকভাবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ক্লাস হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।