সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন কোন জেলায় ক’বে বৃষ্টি হ’বে? সরস্বতী পুজোর দিন কো’থা’য় কো’থা’য় বৃষ্টি হ’বে জেনে নিন

এবার সরস্বতী পূজার আনন্দটা মাটি হতে চলেছে। এমনই আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টিপাতের দাপট বাড়বে। এও জানানো হয়েছে যে বৃষ্টির দাপট বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। এর সঙ্গেই কমবে শীত। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

বুধবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে বিভিন্ন জায়গাতে শিলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার থেকে অবশ্য বৃষ্টির দাপট কমবে বলে জানানো হয়েছে। তবে সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে হালকা বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে শুষ্ক। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। শনিবার অর্থাৎ সরস্বতী পুজোর সকালেও বৃষ্টিপাত হতে পারে।