সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে সেনার তা’ন্ড’ব, এখনো পর্যন্ত ৩০ পাকিস্তানি ও শতাধিক জ’ঙ্গি’কে খ’ত’ম করেছে ইন্ডিয়ান আর্মি

কাশ্মীরের জঙ্গি দমন করার জন্য তৎপর ভারতীয় সেনা। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জম্বু এবং কাশ্মীরে শতাধিক জঙ্গীকে খতম করেছে ভারতীয় সেনা।

এদের মধ্যে 30 জন রয়েছে পাকিস্তানি জঙ্গি। রবিবার পুলওয়ামাতছ ভারতীয় সেনার গুলিতে 3 লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। এর ফলে এই বছরের প্রথমার্ধে শতাধিক জঙ্গির মৃত্যু হল কাশ্মীরে।

কাশ্মীরের তরুণদের ছলে বলে নিজেদের দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গী নেতারা। এখনো তারা এ বিষয়ে সফলতা সঙ্গে নিজেদের ষড়যন্ত্র এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিদেশি জঙ্গিদের পাশাপাশি স্থানীয় বিপথগামী যুবকদেরও খতম করতে হচ্ছে ভারতীয় সেনাকে। কাশ্মীরে এখনো 158 জন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই লস্কর-ই-তৈবার সদস্য বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: কূট’নৈ’তিক চাল, ইউক্রেনবাসীদের নিজেদের নাগরিক দা’বি করে রাশিয়ান পাসপোর্ট ই’স্যু পুতিনের

এদের মধ্যে 83 জন লস্কর জঙ্গী উপত্যকাতে ঢুকে রয়েছে। 30 জন রয়েছে জৈশ জঙ্গী এবং 38 জন রয়েছে হিজবুল মুজাহিদীনের জঙ্গী। কাশ্মীরের কঠিন প্রত্যাঘাত আনার জন্য ঘাপটি মেরে বসে রয়েছে তারা।

এদিকে গত কয়েকদিন ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনী যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছে তাতে চাপে পড়ে গিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান।

এক ডজনেরও বেশি জঙ্গি প্রশিক্ষণ শিবির চালু করে প্রশিক্ষণ চালানো হচ্ছে পাকিস্তানে। উরি এবং কাশ্মীর উপত্যকার সীমান্ত থেকে বহু জঙ্গি ভারতে প্রবেশ করার অপেক্ষায় রয়েছে। অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটানোর জন্য ছক কষছে জঙ্গীরা।