সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয়দের প্রশংসায় প’ঞ্চ’মু’খ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনিতেই রাশিয়া ভারতের ভালো বন্ধু, এই রাশিয়া ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ভারত কখনই কিছু বলে নি। সম্প্রতি রাশিয়া ভারতীয়দের প্রতিভাবান বলে আখ্যা দিয়েছে, এদিকে আবার গত কাল শুক্রবার রাশিয়াতে পালন হয়েছে একতা দিবস।

রাশিয়া বিভিন্ন দেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলতে গিয়েই ভারতের প্রসঙ্গও টেনে এনেছে। আর ভারতের কথা শুরু করতেই তিনি ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেন ভারতীয়রা দারুণ প্রতিভাবান, তাদের গুণ প্রতিভার শেষ নেই। আগামী দিনে ভারত নিজের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ইতিবাচক ফল করবে।

বর্তমানে ভারতের জনসংখ্যা দেড় বিলিয়ন, ভারত তার উন্নতিলক্ষ্যে অনেকটাই অগরগামী। রাশিয়া ভারত সহ অন্যান্য দেশের প্রশংসা করতেও ভোলে নি। ভারতের সম্ভাবনা, আফ্রকার ঔপনিবেশিকতা , সাথে রাশিয়ার সভ্যতা সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়েই ভারতের প্রসঙ্গ টেনেছেন, তার মনে ভারতীয়দের ইচ্ছাশক্তি অদম্য।আর একটি দেশের উন্নতিকল্পে এটাই খুব জরুরি।

আরো পড়ুন: প্রতি সপ্তাহে একদিন ক’রে নববধূ সা’জে’ন চার সন্তানের মা, কিন্তু কে’ন?

তাছাড়া আফ্রিকা নিয়েও পুতিন বলেছেন, অতীতে ঔপনিবেশিক শক্তির যে উন্নতি হয়েছিল সেটা কিন্তু আফ্রিকা লুঠ করার জন্যই। এমনকি এই তথ্য ইউরোপের গবেষকরাও এটা লুকোয়নি। এদিকে আবার রাশিয়া প্রসঙ্গে বলেন তিনি, রাশিয়া বহুজাতিক রাষ্ট্র ছিল, একটা সময় ইউরোপের সাথেও কিন্তু রাশিয়া জড়িত ছিল। রাশিয়ার এক অনন্য সংস্কৃতি ও সভ্যতা ছিল, তবে রাশিয়া এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ, রাশিয়ার রয়েছে অন্যতম সংস্কৃতি ও সভ্যতা।