সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বীজ ছা’ড়া কেবল কুমড়োর পা’তা লাগিয়েই বাড়িতে টবে ফ’লা’ন কুমড়ো, রইলো প’দ্ধ’তি

অনেকেরই পছন্দের সবজি কুমড়ো। কুমড়োতে রয়েছে অনেক গুণ। কুমড়োর স্বাদ মিষ্টি হওয়ায় এর পাঁচমিশালী তরকারি হোক, কুমড়োর ছক্কা কিংবা ভাজা সবেরই স্বাদ হয় অতুলনীয়। বাজারে বেশিরভাগ সময়েই কুমড়ো স্বল্পদামে পাওয়া যায়। তবে মাঝেমধ্যে দাম কিছুটা হলেও বাড়ে। আবার কিছু কিছু সময় বিভিন্ন রাসায়নিক সারের মিশ্রণেও কুমড়োর দাম ওঠানামা করতে থাকে।

তাই অনেকেই বাড়িতে কুমড়ো চাষ করতে চায়। বাড়ির মধ্যে এক টুকরো মাটিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব উপায়ে কুমড়ো চাষ করেন অনেকে। তাই আজকের প্রতিবেদনের বিষয় হল কিভাবে কুমড়োর বীজ ছাড়া, শুধুমাত্র পাতা দিয়ে কুমড়ো চাষ করা যায়।

পদ্ধতি :

১) প্রথমে একটি টব ভর্তি করতে হবে কোকোপিট বা চায়ের পাতা দিয়ে।

২) এরপর কুমড়ো গাছের পাতা কেটে বোঁটার দিকটা টবের মধ্যে পুঁততে হবে।

আরো পড়ুন: অভিনেতা-অভিনেত্রীদের নি’য়ে কেন এত বাড়াবাড়ি? কি ক’রি আমরা?: প্রিয়াঙ্কা চোপড়া

৩) অন্ততপক্ষে দশদিন পর দেখা যাবে বেশ কচি কচি নতুন পাতা গজিয়েছে এবং পুরনো পাতা থেকে শিকড় বেরিয়েছে।

৪) এরপর ওই পাতাটিকে কোকোপিট এর মধ্যে থেকে বের করে মাচা তৈরি করে উপযুক্ত মাটিতে পুঁততে হবে। ছোটোখাটো জমির পরিবর্তে টবেও কুমড়ো ফলানো যেতে পারে এই সহজ পদ্ধতিতে।