সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিনেতা-অভিনেত্রীদের নি’য়ে কেন এত বাড়াবাড়ি? কি ক’রি আমরা?: প্রিয়াঙ্কা চোপড়া

আমরা যারা টেলিভিশন দেখি যাদের মুভি ভীষন পছন্দের তারা প্রায় বেশিরভাগ মানুষই পছন্দের অভিনেতা ও অভিনেত্রীকে অনেক বড় স্থানে বসিয়ে দেন। আর এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। সেই পছন্দের অভিনেতাকে দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়, আর এমন ভাবনা চিন্তা থেকেই বেরিয়ে আসা উচিত। তারাও রক্ত মাংসের মানুষ সাধারণ মানুষ এটা বুঝতে হবে।

আর এই কথাই বললেন বিখ্যাত বলিউড অভিনেত্রী অধুনা ক্যালিফোর্নিয়ার নাগরিক প্রিয়ঙ্কা চোপড়া। তিনি বর্তমানে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন। তাদের কোল আলো করে এসেছে কন্যা মালতী। আর এই ৩ বছর পর যখন ভারতে আসেন তখনও তাঁকে ঘিরে মানুষের ভালবাসার উচ্ছ্বাস লক্ষ করেছেন।

যেমনটা সবাই করতে থাকেন অভিনেতাদের দেখলেই। আর সেখানেই আপত্তি প্রিয়ঙ্কার। তিনি করেছেনটা কী! সাধারণের ভিড়ে মিশে কাজ করেন ইউনিসেফের গুডউইল প্রতিনিধি। চান সবাই তাঁকে মানুষ ভাবুন। দেবতা বা তারকা নয়। তার দাবি তারা কারো শিখিয়ে দেওয়া স্টেপ বুঝেই নাচ করেন। স্ক্রিপ্ট লেখা দেখে ডায়লগ পড়েন।

আরো পড়ুন: কচ্ছপ পরিণত হ’লো মাকড়শায়, উ’ঠ’ছে দেওয়াল বেঁ’য়ে, রইলো ভিডিও

এর মধ্যে বিশাল মাহাত্ম্যর কিছু নেই বলেই জানান তিনি। তবে তার কথাটি অনেকেই ভালোভাবে নেন নি।অনেকের মতেই অভিনয়কে অনেক তুচ্ছ করে দেখিয়েছেন প্রিয়াঙ্কা। তবে প্রিয়ঙ্কার যুক্তি অনেক শক্তিশালী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমেরিকার সেরা শিল্পপতিদের সঙ্গে কাজ করছি বলে নয়, যখন বলিউডে ছিলাম তখনও দেখেছি।

সেখানকার সেরা পরিচালকরা আমায় শিখিয়েছিলেন ভাল অভিনেত্রী হতে। তখনও বুঝেছিলাম, আসলে এই পদে থেকে কিছুই করার নেই। আমি বরাবর বলেছি, আবার বলব, আমরা অভিনেতারা আসলে কিছুই করি না।”

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)