সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুরু হলো মলমাস,, এই কাজ গু’লো থেকে বি’র’ত থাকুন

হিন্দু শাস্ত্র মতে কোন শুভ কাজ করার জন্য কি কি নক্ষত্র কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। বিয়ে হোক অথবা অন্নপ্রাশন, সর্বত্র আমরা তিথি নক্ষত্র মেনে কাজ করার চেষ্টা করি। তবে কিছু কিছু সময় এমন আসে যখন কোন শুভ কাজ করতে আমরা চাই না এই সময়টাকে বলা হয় মল মাস। এই একমাস কোন শুভ কাজ থেকে আমরা বিরত থাকি। আজ থেকে শুরু হয়ে যাবে সেই মল মাস। এই মলমাস থাকবে ১৪ ই জানুয়ারি পৌষ শুক্লপক্ষের দ্বাদশী তিথি পর্যন্ত।

এক রাশি থেকে অন্য রাশিটি সূর্যের গমনকে বলা হয় সংক্রান্তি। হিন্দু মতে সারা বছরে মোট ১২ টি সংক্রান্তি রয়েছে। সূর্য দেবতা ধনু রাশিতে প্রবেশ করলে বলা হয় ধনু সংক্রান্তি এবং মীন রাশিতে প্রবেশ করলে বলা হয় মিন সংক্রান্তি। সূর্য যখন জন্ম এবং মীন রাশিতে অবস্থান করে তখন তাকে বলা হয় মল মাস।

জ্যোতিষ শাস্ত্র মতে অনুযায়ী ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি। নিজের রাশিতে বৃহস্পতির প্রবেশ যে কোন রাশির পক্ষে শুভ বলে মনে করা হয় না। এমন ঘটনা ঘটলো মানুষের জন্ম কুণ্ডলীতে সূর্য বেশ দুর্বল হয়ে যায়। এই রাশিতে সূর্য মলিন হওয়ার কারণে একে বলা হয় মল মাস। মল মাসে সূর্যের প্রকৃতি ক্রুদ্ধ হয় এবং সূর্যের দুর্বল অবস্থানের কারণে এই মাসে কোন শুভ কাজ সম্পন্ন করা হয় না।

হ্যাঁ চলুন জেনে নেওয়া যাক এই মাসে আপনি কোন কোন কাজ করবেন না।

এই মাসে কোন রকম ভাবে বিবাহ নিষিদ্ধ থাকে। মনে করা হয় এই মাসে বিবাহ করলে মানসিক এবং শারীরিক সুখ পাওয়া যায় না।

এই মাসে নতুন গাড়ি বাড়ি নির্মাণ করা নিষিদ্ধ।

নতুন ব্যবসা দেবা নতুন কাজ কখনো শুরু করা উচিত নয় এই মাসে।

দ্বিরাগমন অথবা মুণ্ডনের মতো কোনো শুভ কাজেই সময় করা যায় না।

এই মাসে কোন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন না।