Home দেশ এনকাউন্টারের ভ’য়ে জ’ব্দ অ’প’রা’ধী’রা, যোগী ক্ষ’ম’তা’য় ফিরতেই ৫০ জনের আত্মসমর্পণ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এনকাউন্টারের ভ’য়ে জ’ব্দ অ’প’রা’ধী’রা, যোগী ক্ষ’ম’তা’য় ফিরতেই ৫০ জনের আত্মসমর্পণ

যোগী আদিত্যনাথ গত ১০ মার্চ দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছেন। তার পর দু’ সপ্তাহ সবে পার হয়েছে৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশ জুড়ে অন্তত পঞ্চাশ জন দাগী অপরাধী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সূত্রের খবর, এনকাউন্টারের আশঙ্কাতেই আত্মসমর্পণ করছে দুষ্কৃতীরা৷

কারণ পুলিশের বিরুদ্ধে প্রথম যোগী সরকারের আমলে উত্তর প্রদেশে একাধিক বার এনকাউন্টার করে অপরাধী, কুখ্যাত মাফিয়াদের মারার অভিযোগ উঠেছে৷

এমন কী, পুলিশি হেফাজতে থাকা অপরাধীদেরও এনকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘটেছে৷।অনেক অপরাধীই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে৷

আরো পড়ুন: “দিদিকে বলো”-র ধাঁচে আ’স’ছে ন’য়া কর্মসূচি, এবার মিসড কল দিলেই কবে কা’জ, ঘোষণা মমতার

সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি আত্মসমর্পণ করছি, দয়া করে এনকাউন্টার করবেন না৷’ যারা আত্মসমর্পণ করছে, তাদের মধ্যে অনেকেই কুখ্যাত অপরাধী এবং তাদের অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ৷

গত ১৫ মার্চ অপহরণ এবং তোলাবাজিতে অভিযুক্ত গৌতম সিং নামে এক কুখ্যাত অপরাধী গোন্ডা জেলার ছাপিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ এর তিন দিনের মধ্যে শাহারনপুরের চিলকানা থানায় আত্মসমর্পণ করে আরও ২৩ জন অপরাধী৷