সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

UPI লেনদেনকে ভারতের পর প্রতিবেশী এই দেশ স্বী’কৃ’তি দিলো

নেপালেও এবার চালু হতে চলেছে ইউ পি আই সিস্টেম। ভারতের পর এবার তার প্রতিবেশী দেশ নেপালে, এই কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এন পি আই সি ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম। ডিজিটাল পেমেন্ট এখন সারা দেশ জুড়ে দেশের কোনো এমন জায়গা নেই যেখানে এই সিস্টেম ব্যবহার করা হয় না। দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইউ পি আই সিস্টেম।ডিজিটাল পেমেন্টে একপ্রকার বিপ্লব বললেও ভুল বলা হবে না।

একটা সময় মানুষ লাইনে দাঁড়িয়ে টাকা জমা তোলা করে থাকত, কিন্তু এখন আর সেটা করতে হয় না তাদের। তারা খুব সহজেই বাড়িতে বসে এই কাজ করে থাকে তারা। তবে জনপ্রিয়তা ছাপিয়ে গেছে অনেকটাই, যার কারণেই দেশ ছাড়িয়ে এবার ইউপি আই পেমেন্ট সিস্টেম পারি দিতে চলেছে নেপালে। এই দায়িত্বে রয়েছে এন আই পি এল, মনম ইনফোটেক, ও গেটওয়ে পেমেন্ট সার্ভিস।

তবে এবার মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে কাজ করবে এই ইউ পি আই সিস্টেম নেপালে? সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, NPCI International Payment System বা NIPL নেপালে মনম ইনফোটেক এবং গেটওয়ে পেমেন্ট সার্ভিসের মাধ্যমেই এই সিস্টেম পরিচালনা করা হবে। নেপালেও এই ডিজিটাল পেমেন্ট পরিষেবাকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ। তিন কোম্পানির সহযোগিতায় এই সিস্টেম পরিচালনা করা হবে দেশে।

আরো পড়ুন: যত বে’শি ন’র’মু’ন্ড ততো বে’শি সন্মান, ভারতের কোথায় অবস্থিত এই গ্রাম?

মোটকথা ভারতে যে হিসেবে কাজ গুলো পরিচালনা করা হয়, ঠিক সেইভাবেই কাজ চলবে নেপালেও।তৈরী করা হবে নেপালের নিজস্ব ইউপি আই আইডি। নেপালের নিজস্ব ব্যাঙ্ক সব কিছুর দ্বারাই পরিচালনা করা হবে সেখানে। এই ডিজিটাল পেমেন্ট পরিষেবাকে জনপ্রিয় করে তোলার সাথে সাথে নাগরিকদের সাথে, অর্থাৎ পার্সন টু পার্সন লেনদেন চালু করতেই এই ইউ পি আই আইডি।