সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৎ’স্য প্রে’মি’দে’র জ’ন্য সু’খ’ব’র! দা’ম ক’ম’ল ই’লি’শে’র

মৎস্য প্রেমিদের জন্য সুখবর! দাম কমল ইলিশের

এই বছর বাজারে বিপুলাকার ইলিশ মাছ দেখতে পাওয়া গেলেও মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে সেই ভাবে দেখতে পাওয়া যাচ্ছে না ইলিশ মাছকে। বড় ইলিশের দাম এতটাই ধরাছোঁয়ার বাইরে রয়েছে যে সাধারণ মানুষ এখন ছোট এবং মাঝারি সাইজের ইলিশের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে। তবে গত দুই তিন দিন ধরে মাছের যোগান বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমে এসেছে বলেই দাবি ব্যবসায়ীদের।

মিরপুর খুচর বাজারে বাজার করতে গিয়ে জানা গেছে, গত বারের চাইতে এই বছরে দেশের দাম রয়েছে অনেকটা বেশি। গতবছর যেখানে ইলিশের দাম ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেখানে এই বছর বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে। পাইকারি বাজারের দাম বেশি থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে মাছ।

তবে আগারগাঁও মাছ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত তিনদিনে ৭০০ টাকা কেজি দরে মাছ বিক্রি করেছিলেন কিন্তু আজ সেই মাছের দাম কমে দাঁড়িয়েছে ৫০০ টাকাতে। মাছের যোগান যখন আরো বেড়ে যাবে তখন দাম এই ভাবেই কমবে বলে জানান তিনি।

অন্যদিকে মিরপুর বাজারে বর্তমানে ডিমসহ দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকাতে।
১ কেজি ওজনের এক হাজার থেকে বারোশো টাকা এবং ডিম ছাড়া শাড়ি ৮৫০ গ্রাম ওজনের দাম ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইতিমধ্যেই ইলিশের মৌসুম শুরু হয়ে গেছে। ইলিশ মাছ যত বেশি বাজারে আসবে ততই কম হবে ইলিশের দাম। দাম কমে গেলে অনেক ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখে দেবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।