সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নোংরা রাজনীতির শি’কা’র! বি’স্ফো’র’ক মন্তব্য অলিম্পিক ব্রোঞ্জ জ’য়ী বক্সার লভলিনার

টোকিও অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন তিনি। এবার কমনওয়েলথ গেমসের কোচ এবং প্রস্তুতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

সম্প্রতি লাভলিনা টুইট বার্তায় অভিযোগ করেন কমনওয়েলথ গেমসে তার প্রস্তুতি বাধা প্রাপ্ত হচ্ছে। সেখানে নোংরা রাজনীতির শিকার হচ্ছেন তিনি।

তার অভিযোগ কোচ কর্তৃপক্ষের তরফ থেকে বারবার হেনস্থা করা হচ্ছে তাকে। রবিবার ভারতীয় বক্সিং স্কোয়াদ আয়ারল্যান্ডে প্রশিক্ষণের রাতে গেমস ভিলেজে পৌঁছেছিল। কিন্তু সেখানে লাভলিনার ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুংকে গেমস ভিলেজে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

আরো পড়ুন: ৫৪২২ টি আ’র্থি’ক কে’লে’ঙ্কা’রি’র মামলা রু’জু হয়েছে ১৭ বছরে, ED দো’ষী সা’ব্য’স্ত করতে পেরেছে মাত্র ২৩

কমনওয়েলথ গেমসে প্রস্তুতি সুবিধার্থে তিনি নিজের ব্যক্তিগত কোচকে নিজের সঙ্গে রাখতে চেয়েছিলেন। কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। তিনি তার সঙ্গে ঘটে চলা সমস্ত হয়রানির কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

তার প্রশিক্ষককে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে তার প্রশিক্ষণ বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সমস্ত ঘটনার কারণে কমনওয়েলথ গেমসের প্রস্তুতির উপরে মনোযোগ দিতে পারছেন না লাভলিনা।

তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে লিখেছেন টুইট বার্তায়। যদি এই সমস্ত বিপদ কাটিয়ে দেশকে আবার পদক এনে দিতে চান তিনি।