সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রীদের পৌঁছে দিয়েই হাসপাতালে যাবেন, বাস চালানোর সময়ই বু’কে ব্য’থা, এরপর যা হলো

যাত্রীদের সময় মত গন্তব্যে পৌঁছে দিয়েও ফেরা হল না তার। চলে গেলেন না ফেরার দেশে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের রাধনপুরে এক বাস চালকের সাথে। মৃত ওই বাস চালকের নাম ভরমল আহির। তার বয়স হয়েছিল ৪০ বছর । বাস চালানোর সময়েই তিনি বুকে ব্যথা অনুভব করেন।

এই অবস্থায় চিকিৎসা না হলে যে অবস্থা আরও গুরুতর হতে পারে তা তিনি আন্দাজ করেছিলেন। যখন তিনি বুকের ব্যাথা অনুভব করেন তখন বাসটি ছিল হাইওয়েতে। আরও ১৫ কিমি পথ বাকি ছিল।

ওই অবস্থায় বাস থামিয়ে দিল যাত্রীরা খুব অসুবিধার সম্মুখীন হত।তাই নিজের জীবনের তোয়াক্কা না করে তিনি যাত্রীদের পৌঁছে দেন গন্তব্যে। এরপরই নিজে ঢলে পড়েন মৃত্যুর কোলে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরো খবর: ভারতীয় সেনার ক্যা’ম্পে অ’ত’র্কি’ত হামলা, শহীদ ৪ জওয়ান

আগের দিন রাত সাড়ে আটটা নাগাদ রাধনপুরের উদ্দেশে যাত্রা শুরু করে বাসটি। পৌঁছনোর সময় ছিল সকাল ৭টা ৫ মিনিটে। ওই বাসের কন্ডাক্টর দীনেশ দেশাই জানাচ্ছেন, ”আহির আমাকে বলেছিল তাঁর বুকে ব্যথা হচ্ছে।

দ্রুত হাসপাতালে যেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত ব্যথার তোয়াক্কা না করে বাকি থাকা ১৫ কিমি পথ চালিয়ে বাসটিকে তিনি ডিপোতে নিয়ে যান। ওই ভোরবেলা যাত্রীদের সমস্যায় ফেলতে চায়নি তিনি। কিন্তু শেষ রক্ষা হলনা।”