সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫৪২২ টি আ’র্থি’ক কে’লে’ঙ্কা’রি’র মামলা রু’জু হয়েছে ১৭ বছরে, ED দো’ষী সা’ব্য’স্ত করতে পেরেছে মাত্র ২৩

ইতিমধ্যেই এই রাজ্যের দাপুটে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে SSC নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে ৷ সামনে এসেছে নগদ ২২ কোটি টাকার ভাণ্ডার৷

পার্থবাবু গ্রেফতার হওয়ায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন চাকরি প্রার্থীরা৷ নতুন করে প্রাণ পেয়েছে প্রায় ৫০০ দিন ধরে ধারাবাহিকভাবে চলা চাকরি প্রার্থীদের অনশন মঞ্চ৷

এহেন আবহে কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টই ইডির তদন্ত নিয়ে এবার বড়সড় প্রশ্নচিহ্ন সামনে আনল। সংসদ সূত্রের খবর, ইডির তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে সম্প্রতি আনা হয়েছিল একটি প্রশ্ন।

আরো পড়ুন: সরকারি চাকরির পরীক্ষার নি’য়’ম শি’থি’ল করলো রাজ্য, কোন কর্মীরা সু’বি’ধা পাবেন জেনে নিন

যার জবাবে এদিন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, গত ১৭ বছরে আর্থিক দুর্নীতির অভিযোগে মোট ৫ হাজার ৪২২টি মামলা করেছে ইডি।

তারমধ্যে মাত্র কেবল ২৩ জন দোষী সাব্যস্ত হয়েছেন৷ যা শুনে সংসদ কক্ষেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় সাংসদদের৷
সংসদ সূত্রে জানা গিয়েছে, ৫,৪২২টি মামলায় প্রায় ১,০৪,৭০২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে।

এর মধ্যে ৯৯২টি মামলায় মোট ৮৬৯.৩১ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে ইডি৷ তবে, এই অঙ্কের হিসেবে দেখতে গেলে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ইডির সাফল্যের হার খুবই কম৷

স্বভাবতই, দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় আদৌ শাস্তি পান কি না, বঞ্চিতরা তাঁদের চাকরি পান কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।