সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর ক’তো খাবেন? তৃণমূল এ’তো দি’তে পা’র’বে না, ঝাড়গ্রামে ক্ষো’ভ প্রকাশ মমতার

গতকাল বুধবার ঝাড়্গ্রামের একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী, আর সেখানেই একেবারে রণংদেহী রূপ দেখা গেল তাঁর। প্রশাসনিক বৈঠকে দাড়িয়েই তিনি কড়া ভাবে দলের কর্মীদের বার্তা দিলেন।

এর আগেও তাঁর কানে এসেছে অভিযোগ এই ঝাড়গ্রাম নিয়ে, সেদিনও অভিযোগের কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে একের পর এক ক্ষভ উগড়ে দিলেন দলের কর্মীদের ওপর। জানা যায় মমতা ব্যানার্জীর কাছে নাকি ঝাড়গ্রামের জেলা পরিষদের ভূমি কার্য্যাধক্ষ একরাশ নালিশ করে বসে।

এমন অভিযোগ অবশ্য মমতা ব্যানার্জী এর আগেও পেয়েছিল কিন্তু তাঁর মধ্যেই ভূমি কার্য্যাধক্ষের নালিশ ফোড়ণের মতো কাজ করেছে। দারুণ ভাবে ক্ষুব্ধ হয়ে যান মমতা ব্যানার্জী , সেই অভিযোগে নাকি নাম ওঠে জেলা পরিষদের পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত পূর্ত বিভাগের টেন্ডারে কারসাজি করছেন।

আরো পড়ুন: ১০০ দিনের কা’জে দু’র্নী’তি রুখতে বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করলো কেন্দ্রীয় সরকার

এই খবর কানে যাওয়া মাত্র মুখ্যমন্ত্রী দারুণভাবে রেগে যান আর তারপরেই বলেন, আর কত খাবেন? এই বিষয়টি নিয়ে তদন্ত করবে জেলাশাসক, এটার সাথে তিনি জানায়, এবার তাহলে কি হীরের চচ্চড়ি খাবেন না সোনার ডালনা?

তৃণমূল এত দিতে পারবে না। অনেক পেয়েছেন। উজ্জ্বলের নামে এর আগেও অনেকবার অভিযোগ পেয়েছি, আর না এটাই শেষ সুযোগ, না হলে গ্রেফতার করিয়ে দেব। আর এদিকে শুভ্রা মহিলা হয়েও এত কিসের লোভ? আমি আমি ছাড়ো, আমি নই এখন থেকে আমরা।