সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুখবর, পুজোর মরশুমে পেনশনভোগীদের ১১ শতাংশ ভা’তা বাড়লো

এই উৎসবের মরসুমে পেনশনভোগীদের ১১% ভাতা বাড়ল। সপ্তম বেতন কমিশনের অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পেনশন সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন হতে চলেছে।

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা নতুন নিয়মে অবশ্যই আরও কিছুটা লাভবান হবেন। মহার্ঘ্যভাতা এবং মূল্যবৃদ্ধি ত্রাণ-এর বকেয়াই নয়, সপ্তম বেতন কমিশনের প্রভাবে সেপ্টেম্বর থেকে একে একে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের Gratuity, Pension, provident fund। এর ফলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মীদের পেনশনের অঙ্কটাও বাড়তে শুরু করেছে। ওড়িশা সরকার পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (DR) একলাফে ১১ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে।

মহার্ঘ্য ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ ১১ শতাংশ বেড়ে ২৮ শতাংশ হয়েছে। কিন্তু ঠিক কত টাকা পেনশন বাড়ছে জেনে নিন। রিপোর্ট অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুবিধা রয়েছে। কেন্দ্রীয় সরকার বেতন স্তর ১৩-র জন্য সারণী পরিবর্তন করা হয়েছে।Fitment factor (Pay band এবং grade pay) ২.৫৭ থেকে ২.৬৭-এ একটি নির্দিষ্ট স্তরে পরিবর্তিত হয়েছে এবং বেতনের শ্রেণিবিন্যাসও পরিবর্তন করা হয়েছে।

যদি অবসরের সময় কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা থাকে, তাহলে জুলাই থেকে তাঁর ডিয়ারনেস রিলিফ বেড়ে দাঁড়াবে ৫,৬০০ টাকা।