সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপির দালাল কংগ্রেসকে দ’র’কা’র মমতার, সোনিয়াকে মে’সে’জ তৃণমূল সুপ্রিমোর

কংগ্রেস-তৃণমূল সম্পর্ক ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই তলানিতে গিয়ে ঠেকে। সেই প্রসঙ্গ তুলেই নাকি সোনিয়াকে বার্তা পাঠান মমতা। মমতার ‘নিউ ইয়ার’ মেসেজে নাকি লেখা ছিল, ‘২০২১-এর কিছু ঘটনা ঘটেছে। তবে তা সত্ত্বেও নতুন বছরে নতুন করে আমরা এগিয়ে যেতে পারি।

বিজেপিকে ২০২৪-এর ভোটে একসাথে হারাতে হলে কৌশল তৈরি করার এটাই সময়। বিষয়টি এগিয়ে নিয়ে যেতে কংগ্রেস এবং তৃণমূল দু’জন করে প্রতিনিধি প্রাথমিক আলোচনা শুরু করতে পারেন। এই বিষয়ে আর দেরি না করাই ভালো।’

এমনকি তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলায়’ কংগ্রেসকে ‘বিজেপির দালাল’ বলে কটাক্ষ করা হয়েছিল। গোয়ায় সাংবাদিক বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শিবিরকে তোপ দেগে বলেন, ‘কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।’

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এহেন কংগ্রেসকে পাশে নিয়ে বিজেপি বিরোধিতার সুর চড়াতে চান। এর আগে কংগ্রেসকে যেভাবে তৃণমূল আক্রমণ শানিয়েছে, তাতে বিজেপিরই সুবিধা হচ্ছে বলে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল। বিজেপি বিরোধী ঐক্যে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছিল ঘাসফুল শিবির।

গতবছর শীতকালীন অধিবেশনেও কংগ্রেসের কর্মসূচি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল তৃণমূল। এই আবহে কংগ্রেসের সঙ্গে দূরত্ব মেটাতে সোনিয়াকে নাকি মোবাইলে বার্তা পাঠিয়েছিলেন খোদ মমতা।