সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসঙ্গে দুটি ডিগ্রি কো’র্সে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা, নতুন নি’য়’ম আ’ন’ছে UGC

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ‘দ্বৈত ডিগ্রি’ সংক্রান্ত নিয়মে যুগান্তকারী বদল আনছে। এবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দুটি নিয়মিত পাঠক্রমে ভরতি হতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ একই সঙ্গে দুটি ডিগ্রি কোর্সে পড়াশোনা করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

নতুন এই নিয়ম কার্যকর হলে বহু পড়ুয়া উপকৃত হবেন।ইউজিসির তরফে সংস্থার চেয়ারম্যান জগদীশ কুমার মঙ্গলবার জানান, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থাতেই পড়ুয়ারা চাইলে আরেকটি ডিগ্রি কোর্স, বা ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন।

এক্ষেত্রে দুটি ডিগ্রিতেই অফলাইন ক্লাস করা যাবে। একটি ডিগ্রিতে অনলাইন ক্লাস, আরেকটি অফলাইন ক্লাস বা দুটি ডিগ্রিতেই অনলাইন ক্লাস করলেও ইউজিসির তাতে কোনও আপত্তি নেই। ১৩ এপ্রিল অর্থাৎ বুধবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ইউজিসির ওয়েবসাইটে।

আরো পড়ুন: আমি নিজে তিন কন্যা সন্তানের বাবা, এই ধরণের ঘ’ট’না বে’দ’না’দা’য়’ক, ‘ধ’র্ষ’ণ’ কা’ণ্ড নিয়ে মন্তব্য হাকিমের

নয়া এই নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত আরোপ করা হচ্ছে। ইউজিসি জানিয়েছে, কোনও পড়ুয়া যে দুটি কোর্সে ভরতি হচ্ছেন সেই দুটি পাঠক্রম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে যে ওই পড়ুয়া দুটি আলাদা আলাদা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হচ্ছেন।

নিয়মিত পাঠক্রমের ক্ষেত্রে দুটি পাঠক্রমের ক্লাস হতে হবে আলাদা আলাদা সময়ে। অর্থাৎ দুটি ক্লাস একই সময়ে হওয়া চলবে না। এতদিন পর্যন্ত ইউজিসি একই সময়ে দুটি আলাদা আলাদা নিয়মিত পাঠক্রমে পড়াশোনার অনুমতি দিত না।

আগের নিয়ম অনুযায়ী, একটি নিয়মিত পাঠক্রমের সঙ্গে শুধুমাত্র আরেকটি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যেত। সেটাও করতে হত অনলাইনে।

এই নয়া নিয়মের ফলে যেসব পড়ুয়া স্নাতকস্তরে পড়াশোনা করার সময় অন্য কোনও কোর্সে ভরতি হতে চান, বা কোনও প্রফেশনাল কোর্সে ভরতি হতে চান, তাঁরা উপকৃত হবেন।