সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র ১ ঘন্টা সময়! আ’স’ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত

রবিবার আকাশের মুখ ভার। ভোরের দিকে ভারী কুয়াশা; বেড়া গড়াতেই মেঘলা আকাশ। আলিপুর হাওয়া অফিস আগেই বলেছিল, শনিবার থেকে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। পাহাড়ে শিলা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গেছে, রবিবার আগামী এক ঘন্টার মধ্যে তুমুল ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতায়।

তবে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ২৫ জানুয়ারি এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কেটে যাবে। শুধুমাত্র কলকাতার আকাশ তখনও মেঘমুক্ত হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবারও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তবে ২৬ জানুয়ারি, বুধবার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আকাশ পরিষ্কার থাকবে মোটের উপর। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার দুই জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মুহূর্তে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। ২৬ জানুয়ারির পর থেকে অর্থাৎ বৃষ্টি কমে গেলে, ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হতে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা একটু বেশি থাকবে। এই তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব ক’টি জেলাতেই।