সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বা’ড়’লো পেট্রোল-ডিজেলের দা’ম, জেনে নিন বাংলায় লিটার প্রতি নতুন দ’র

তেলের দাম বাড়ল। লাফিয়ে লাফিয়ে যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে আম জনতার পকেটে আগুন লাগবে। ১ টাকা ২৫ পয়সা বে়ড়ে আজ আলিপুরদুয়ারে পেট্রলের দাম ১০৯.২২ টাকা।

ডিজেলের দাম ১ টাকা ১৮ পয়সা বেড়ে হয়েছে ৯৪.১৩ টাকা। এদিকে সবচেয়ে বেশি দামে রাজ্যে জ্বালানি বিকোচ্ছে কোচবিহারে। সেখানে পোট্রলের দাম ১০৯.৩৫ টাকা। ডিজেল ৯৪.২৬।

উত্তর দিনাজপুরে পেট্রলের দাম হয়েছে ১০৮.৭১ টাকা এবং দক্ষিণ দিনাজপুরে পেট্রলের দাম ১০৮.৩১ টাকা। উত্তর দিনাজপুরে ডিজেলের দাম ৯৮ পয়সা বেড়ে হয়েছে ৯৩.৬৬ টাকা।

আরো পড়ুন: হাইপারসনিক প্রযুক্তি আ’স’লে কি? এই মিসাইল ভারতকে আমেরিকার থেকে এ’গি’য়ে রেখেছে

দক্ষিণ দিনাজপুরে ডিজেল বিকোচ্ছে ৯৩.২৯ টাকায়।বীরভূমে পেট্রলের দাম ৩৭ পয়সা বেড় হয়েছে ১০৭.৯৮ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৯৯ টাকা।

দার্জিলিঙে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.৯৪ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৯৫ টাকা। কলকাতায় ৮৩ পয়সা বেড়ে এক লিটার পেট্রলের দাম পড়ছে ১০৮.০১ টাকা। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৩.০১ টাকায়।

হাওড়া ও হুগলিতে যথাক্রমে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.০১ এবং ১০৮.৫০ টাকা। তাছাড়া এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে ৯৩.০১ (হাওড়া) এবং ৯৩.৪৭ (হুগলি)। উত্তর ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.২৫ টাকা।

ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.২৩। দক্ষিণ ২৪ পরগনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.৬১ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৫৭ টাকা। পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.৩৫ এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৩।