সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী T20 বিশ্বকাপে এই স’ব প্লেয়ারকে দেখতে চাই না, ক্ষো’ভ প্র’কা’শ শেহবাগের

এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ – এ ভারতের কিছু পারফরম্যান্স দেখে সকলেরই মনে হয়েছিল এই বছর ভারতই এই ট্রফি জিতবে, সেই আশায় সকলেই বুক বেঁধে ছিল কিন্তু গতদিনের ভারত – ইংল্যান্ড ম্যাচ সব আশা ভরসায় জল ঢেলে দিয়েছে। ভারতের পারফরম্যান্স যা ছিল সেটা সেমি – ফাইনালের মতো কোনো ভাবেই ছিল না বলে মনে করছেন বিশিষ্টমহল। ভারতীয় অধিনায়কের পারফরম্যান্স তো এরকম আশাই করা যায়না।

আর এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তিনি বলেন, পরের টি – টোয়েন্টিতে কয়েকটা মুখ তিনি একেবারেই দেখতে চান না। তার কথার ইঙ্গিতে অনেকেই আন্দাজ করতে পেরেছেন কাদের কথা বলছেন তিনি। তাঁর মতে, পরের বছর টি – টোয়েন্টি বিশ্বকাপে শুধু নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। যেমন ২০০৭ সালে করা হয়েছিল। তিনি একটি ইন্টারভিউয়ে বলেন, ” আমি মানসিকতার কথা বলবো না, তবে অবশ্যই কিছু ব্যাক্তিগত পরিবর্তন চাই।

আমি পরের বিশ্বকাপে কিছু মুখ একবারেই দেখতে চাই না। পরের বার নতুন দল নির্বাচন করা হোক। ২০০৭ সালেও এমন করা হয়েছিল। নতুন দল খেলেছিল যাদের থেকে কোনো আশা ছিল না। তেমনি নির্বাচন করা হোক পরের বার। তারাই হবে ভবিষ্যতের দল ” প্রসঙ্গত উল্লেখ্য, আগেরদিন ইন্ডিয়া ও ইংল্যান্ডের ম্যাচে ব্যাট ও বল দুটোই খারাপ হয়েছে। পাওয়ার প্লে তে লড়াই করতে দেখা গিয়েছে ভারতীয় দলকে।

আরো পড়ুন: পাকিস্তান ম্যা’চে এই ভাইরাল মেয়েটি কে?

রানও করতেও পারেন নি, উইকেট বাঁচাতেও পারেন নি। রোহিত শর্মা ২৮ বলে মাত্র ২৭ রান করেছেন। আর কে এল রাহুল সে তো সস্তায় আউট হয়ে গিয়েছেন । আর এই জন্য ১০ ওভারে মাত্র ৬২ রান হয়েছিল যা খুবই হতাশা জনক। এরকম পারফরম্যান্স ভারতীয় দলের মতো দলের থেকে কেউ আশাই করতে পারেন নি। যার জন্য অবসরপ্রাপ্ত সিনিয়র ক্রিকেটাররা খুবই হতাশ ভারতীয় টিমের প্রতি। সেহবাগের গলায় সেই আক্ষেপের সুরই শোনা গেছে।