সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার মালদা-কলকাতা বিমান পরিষেবা চালু হতে পারে শীঘ্রই

কোচবিহারের পর এবার মালদা । মালদা থেকে কলকাতা পর্যন্ত চালু হতে চলেছে বিমান পরিষেবা। ইতিমধ্যে জায়গা পরিদর্শন করে গিয়েছেন বেসরকারি বিমান সংস্থার কর্মীরা। মালদায় বিমানবন্দরের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন।

তারপরে কলকাতার রুটে বিমান পরিষেবা চালুর বিষয় কথাবার্তা পাকা করা হবে বলে জানানো হয় এখনও পর্যন্ত কিছুই ঠিকঠাক করা হয়নি। মালদা বিমানবন্দর থেকে কলকাতা পর্যন্ত নয় আসনের ছোট বিমান চালানো যায় কিনা সেই ধরনের পরিকল্পনা করা হচ্ছে।

মালদা বেসরকারি বিমান সংস্থার কর্মীরা এসেছেন তারা সব দিক পর্যালোচনা করেন। খুব তাড়াতাড়ি রাজ্য পরিবহন দপ্তর এবং অসামরিক বিমান পরিষেবা কর্তারা একটি বৈঠক করবেন। মালদা থেকে কলকাতা বিমান পথে যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টা।

তবে বিমান ওঠা নামার ক্ষেত্রে কিছু বড় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয় মালদার রানওয়ে যতটা প্রয়োজন ততটা নয়। নানান পরিকাঠামো গত ত্রুটি রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত বিমান পরিষেবা দেয়, ইন্ডিয়া ওয়ান নামের একটি বেসরকারি পরিবহন সংস্থা।

এটি মূলত আহমেদাবাদের একটি সংস্থা এছাড়াও জামশেদপুর ভুবনেশ্বর রুটে তারা বিমান চালায় বলে জানা যায়। কোচবিহার থেকে কলকাতার প্রথমে ভাড়া ধার্য করা হয়েছিল ৯৯৯ টাকা। পরে তা বাড়িয়ে করা হয় ৩৭৪০ টাকা। একদিনে দুই শিফটে যাতায়াত করে এই বিমান।