সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফ্যাশন দুনিয়ায় নয়া আ’বি’ষ্কা’র গোঁফের তৈরি স্যুট, নাম উঠলো গিনেস বুকে

যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে ফ্যাশনের দুনিয়া। বিভিন্ন নিত্য নতুন পোশাক আসছে বাজারে। পছন্দের কাপড় এবং চামড়া দিয়ে তৈরি নানান রকম ডিজাইন করে শুট বুট তৈরি করে ফেলেন মানুষ। ফ্যাশনের দুনিয়ায় যে কত রকম অদ্ভুত পোশাক এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

দিন কয়েক আগেই তো চুলের তৈরি সোয়েটার বেশ ঝড় তুলে দিয়েছিল ফ্যাশনের দুনিয়ায়। এবার গোঁফ দিয়ে তৈরি স্যুট সৃষ্টি করেছে আলোড়ন। বিশ্বে এই প্রথমবার এমন স্যুট তৈরি করা হয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গিয়েছে তার।

এই পোশাকটি তৈরি করেছে পলিটিক্স মেন্সওয়ার নামে একটি কোম্পানি। প্রথমবার তারা এই কাজ করে পেয়ে গিয়েছে আশাতীত সাফল্য। কি শুনতে অবাক লাগছে কিন্তু সত্যিই গোফ দিয়ে এমন শুট তৈরি করা সম্ভব।

আরো খবর: কিভাবে ও কখন ফল খাবেন? বি’শে’ষ নিয়মের উল্লেখ আছে আয়ুর্বেদ শা’স্ত্রে

নানান ধরনের গোঁফ এর ব্যবহার করা হয়েছে আর এই পোশাকটি তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়ায় এটি তৈরি করেছে ভিসুয়াল আর্টিস্ট এবং ফটোগ্রাফার পামেলা ক্লিমান। তিনি জানিয়েছেন তার স্বামী প্রোস্টেট ক্যান্সারে মারা গেলে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।

মূলত পুরুষদের পোশাক তৈরি করে এই সংস্থা। গোফের উপর ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এই পোশাক। পাতলা কাপড়ের উপর গোঁফ বসানো হয়েছে। ইতিমধ্যে এই স্যুট এশিয়া আওয়ার্ড ফর হেলথ জিতে নিয়েছে। মেলবর্ন ফ্যাশন ফেস্টিভ্যালে সেরার সেরা হয়েছে এই পোশাক।