সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাইপারসনিক প্রযুক্তি আ’স’লে কি? এই মিসাইল ভারতকে আমেরিকার থেকে এ’গি’য়ে রেখেছে

সারা বিশ্বে আমেরিকা সামরিক দিক থেকে সবার আগে, গত কয়েক শতাব্দী থেকে এই দৃশ্যই আমরা মেনে এসেছি। কিন্তু এখন তার পরিবর্তন ঘটেছে, আর এই পরিবর্তন সত্যি অবাক করার মতো। কারণ এই শীর্ষ স্থানে নাম লিখিয়েছে এবার ভারত।

হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ভারত এখন আমেরিকাকে দারুন ভাবে পিছনে ফেলে দিয়েছে। কথাটা শুনে অবাক হলেও সত্যি কিন্তু এটাই। কিন্তু কিভাবে এই শীর্ষ স্থানে আসা, সেটাই এবার জেনে নেওয়া যাক।

সম্প্রতি মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ, সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির (Senate Armed Services Committee) চেয়ারম্যান তিনি একটি অবাক করা খবর সবার সামনে জানিয়েছেন, আর সেখান থেকেই এই তথ্য উঠে এসেছে।

আরো পড়ুন: এই মহিলা হ’লে’ন Mrs. India Universe 2022, পরিচয় জেনে নিন ৪২ বছর বয়সী মডেলের

আসলে জ্যাক রিড জানিয়েছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মিসাইলের ক্ষেত্রে আমেরিকা শুধু রাশিয়া নয়, ভারতের থেকেও পিছিয়ে রয়েছে। একটা সময় প্রযুক্তি গত উন্নতির দিক থেকে আমেরিকা ছিল সবার ওপরে। কিন্তু সেটা এখন অতীত,। রাশিয়া , চিন , ভারত এখন আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, যদি পরমাণু অস্ত্রের তুলনা করা যায়, তাহলে আমেরিকা এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।এখন প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। আগে দ্বিমুখী প্রতিযোগিতা ছিল আমেরিকা ও রাশিয়ার মধ্যে। কিন্তু এখন সেটা আর নেই। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এর ক্ষেত্রে ভারত, রাশিয়া , চিন সবাই তাদের অগ্রগতির দিকে এগোচ্ছে।

এদিকে আবার গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস প্রেসিডেন্ট, জেনারেল জন ই হাইটেন (General John E. Highten) বলেছিলেন,  চিন আমেরিকার ওপরে যখন তখন পারমাণবিক হামলা চালাতে পারে। আর এই হাইপারসনিক মিসাইল আমেরিকার থেকে বেশী শক্তিশালী।

আরো পড়ুন: বি’য়ে’র ব্যাপারে রাশি ও গণ মে’লা’নো কতটা যুক্তিযুক্ত?

এদিকে ভারতও কিন্তু পিছিয়ে নেই, গতবছর থেকে হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ শুরু করেছে।ভারত এখন আত্মনির্ভর হয়েছে। দেশীয় প্রযুক্তিতে ভারত এখন দারুণ সফল। ভারতের কাছে এমন একটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক ওয়ারহেডও নিক্ষেপ করতে পারে।ভারতের এই উন্নতিতে এখন সত্যিই চাপে আমেরিকা।