সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র ব্যাপারে রাশি ও গণ মে’লা’নো কতটা যুক্তিযুক্ত?

রাশি নক্ষত্রের মতো যে কোনো মানুষের ক্ষেত্রে গণের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রে গণের বিশেষ ভাবে মিল বা অমিল দেখা হয়। বিয়ের ক্ষেত্রে গণ কেন মেলানো হয় জানেন! কারণ গণ দ্বারা মানুষের মনোভাব বোঝা যায়।

আর যেহেতু বিভিন্ন বিষয়ের মধ্যে মানসিকতা বা মনোভাবের মিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই বিয়ের আগে পাত্র-পাত্রীর মধ্যে কি মিল বা অমিল রয়েছে তা খুঁজে বের করার জন্য গণ মেলানো দরকার।

গণ বিচার সাধারণত নক্ষত্রের উপর ভিত্তি করে করা হয়। জন্মকালে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে তার উপর ভিত্তি করে গণ নির্ণয় করা হয়।

আরো পড়ুন: কো’নো সীমান্তে নয়, সিনেমা হলের পর্দার সা’ম’নে লাগানো হলো কাঁ’টা’তারের বে’ড়া

সমগ্র মানব জাতিকে মানসিকতার বিচারে তিনটি শ্রেণিতে ভাগ করা হয় –
বিশ্লেষণ মূলক মানসিকতা,
সংশ্লেষণ মূলক মানসিকতা এবং
সংরক্ষণ মূলক মানসিকতা।

জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে, মানসিকতা বিচারের ক্ষেত্রে রাশি এবং রাশি অধিপতির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রে মানসিকতা মিলনের সময় গণ বিচারের পাশাপাশি রাশির বিচারও বিশেষ জরুরী।

বিশ্লেষণ মূলক মানসিকতার মানুষরা রাক্ষস গণ হিসাবে চিহ্নিত হয়। জন্মকালে চন্দ্র কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রে অবস্থান করলে রাক্ষস গণ হিসাবে চিহ্নিত করা হয়। মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশির মানুষ বিশ্লেষণ মূলক চিন্তাধারা বিশিষ্ট হয়ে থাকে।

সংশ্লেষণ মূলক মানসিকতার মানুষদের দেবগণ হিসাবে চিহ্নিত হয়। জন্মকালে চন্দ্র অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী নক্ষত্রে অবস্থান করলে দেব গণ হিসাবে চিহ্নিত করা হয়। মেষ, কর্কট, তুলা এবং মকর রাশির মানুষ সংশ্লেষণ মূলক চিন্তাধারা বিশিষ্ট হয়ে থাকে।

আরো পড়ুন: সূর্যের ভিতরটা ঠি’ক কেমন? দেখুন সবথেকে হাই রেজোলিউশন ছ’বি

সংরক্ষণ মূলক মানসিকতার নর বা মানব গণ হিসাবে চিহ্নিত করা হয়। জন্মকালে চন্দ্র ভরণী, রোহিণী, আর্দ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্ব আষাঢ়, উত্তর আষাঢ়, পূর্বভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করলে নর বা মনুষ্য গণ হিসাবে চিহ্নিত করা হয়। বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির মানুষ সংরক্ষণ মূলক চিন্তাধারা বিশিষ্ট হয়ে থাকে।