সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’নো সীমান্তে নয়, সিনেমা হলের পর্দার সা’ম’নে লাগানো হলো কাঁ’টা’তারের বে’ড়া

কাঁটাতারের বেড়া সিনেমা হলের স্ক্রিনের সামনে। আমরা সীমান্তে, বা কোনও জমির সীমানা ঘিরতে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি দেখতে অভ্যস্ত।

কিন্তু কস্মিনকালেও এমন দৃশ্য দেখা গিয়েছে বলে মনে করতে পারছেন না কেউই। দর্শকাসন থেকে কয়েক হাত দূরে হলের এ প্রান্ত থেকে ও প্রান্ত টানা কাঁটাতারের বেড়া দেওয়া।

যেন কোনও ভাবেই কেউ সেই সীমানা টপকাতে না পারে। সীমান্তের ও পারে সিনেমার স্ক্রিন, আর এ পারে বসে সিনেমা দেখার মতোই অবস্থা। না, এটা কোনও সীমান্তের ঘটনা নয়। এমন ঘটনা দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একটি সিনেমা হলে।

সিনমো হলের দায়িত্বে থাকা এক কর্মী জানান, অল্লু অর্জুনের ‘পুষ্পা’ যখন মুক্তি পেয়েছিল, এই হলে তা প্রদর্শিত হয়। সেই ছবি দেখার জন্য এত ভিড় হয়েছিল যে তা সামাল দিতে হল কর্তৃপক্ষের শোচনীয় হাল হয়।

আরো পড়ুন: সূর্যের ভিতরটা ঠি’ক কেমন? দেখুন সবথেকে হাই রেজোলিউশন ছ’বি

ভিড়ে ঠাসা সিনেমা হলে জায়গা পেতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। বহু দর্শক সিনেমা হলের পর্দার সামনে চলে যান। ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। যার জেরে হলের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। হলমালিকের প্রচুর ক্ষতিও হয়।

শুক্রবার এসএস রাজামৌলি পরিচালিত বড় বাজেটের ছবি ‘আরআরআর’ মুক্তি পাচ্ছে। জুনিয়র এনটিআর, রাম চরণ এবং অজয় দেবগণ অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

মুক্তি পাওয়ার অপেক্ষায় ছিলেন দর্শকরা। হলগুলিতে ভিড় যে উপচে পড়বে এটাই স্বাভাবিক। শ্রীকাকুলামের ওই সিনেমা হলেও ‘আরআরআর’ মুক্তির দিনেই প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ফলে ‘পুষ্পা’ ছবি দেখাতে গিয়ে যে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তা মাথায় রেখে এ বার আগে থেকেই সাবধানী পদক্ষেপ করেছেন হল কর্তৃপক্ষ।