সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সূর্যের ভিতরটা ঠি’ক কেমন? দেখুন সবথেকে হাই রেজোলিউশন ছ’বি

দীর্ঘ ৫০ বছরের মধ্যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের তোলা ছবি। গত ৭ মার্চ ক্য প্রচার করা হয়েছে সূর্যের ২৫ টি ভিন্ন ছবি। যা একেবারেই অভূতপূর্ব, সত্যি ভাবাই যায় না সূর্যের এত কাছের স্পষ্ট ছবি তোলা হয়েছে।

ইউরোপীয় মহাকাশযানে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইমেজার (ইইউআই) দ্বারা ছবিটি তোলা হয়েছিল , আর সেই ছবি দেখলে বোঝা যায় সূর্যের ভয়ঙ্কর রূপ সম্পর্কে।

করোনাল এনভায়রনমেন্ট (SPICE) যন্ত্রের স্পেকট্রাল ইমেজিং দ্বারা তোলা এই ছবি ,এত কাছের থেকে ৫০ বছরে এটাই প্রথম।

সূর্যের ছবি তোলার জন্য একটি ৯১৪৮ x ৯১১২ পিক্সেল গ্রিডে ৮৩ মিলিয়নেরও বেশি পিক্সেল যুক্ত টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে। যা উচ্চস্হানিক রেজোলিউশন এ ছবি তুলতে সক্ষম।

আরো পড়ুন: LAC থেকে সেনা প্রত্যাহার করলেই আমি চীনে যা’বো, চীনা বিদেশমন্ত্রীকে সা’ফ জানালেন অজিত দোভাল

মোট কথা সমস্ত সূর্যকে ঢেকে রাখার জন্য ২৫ টি পৃথক মোজাইক দরকার। আর সেই কারণেই সংস্হা এত পিক্সেলের টেলিস্কোপ ব্যবহার করেছে। যে ছবিটি নেওয় হয়েছে সেটা সূর্যের অরবিটার থেকে ৭৫ মিলিয়ন কিলোমিটার দূরত্ব থেকে নেওয়া হয়েছে।

আমাদের পৃথিবীর সাথে মূল নক্ষত্রের এটি অর্ধেক পথ।এই ছবি তোলার ঝক্কি নিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি। সম্পূর্ণ ছবি তুলতে ৪ ঘন্টার বেশী টাইম লেগেছে।প্রতি টাইল হিসেব মতো ১০ মিনিট সময় নিয়েছে। যার কারণেই এতটা সময়।

তবে এখানেই কিন্তু শেষ নয়, এটা সবে শুরু মহাকাশযানটি আগামী বছর সূর্যের আরো কাছে উড়ে যাবে। আর সেখান থেকেই দারুন সব তথ্য পাঠাবে পৃথিবীতে ‌।জানা যাচ্ছে আগামী ২৬ মার্চ সূর্যের সবচেয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে সৌর অরবিটার বুধের কক্ষপথের অনেকটাই কাছে রয়েছে।