সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’কে’য়া ইন’সেন্টিভ সহ বি’ভি’ন্ন দাবি নিয়ে জাতীয় স’ড়’ক অ’ব’রো’ধ করে বি’ক্ষো’ভ আশা কর্মী’দের

বকেয়া ইনসেন্টিভ সহ বিভিন্ন দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আশা কর্মীদের

মালদা,২৯ অক্টোবর: ৬-৭ মাসের ইনসেন্টিভ এর টাকার দাবি সহ বিভিন্ন দাবিতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আশা কর্মীদের। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মালদা শহরের বাড়ি এলাকায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

এরপর মালদা শহরে মিছিল করে আসা কর্মীরা পৌঁছান মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরে। সেখানে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন দেন তারা।

তাদের অভিযোগ, কাজ করা সত্ত্বেও বুধবার ছুটির দিনের টাকা কেটে নেওয়া হচ্ছে। পুজো চলে গেল, অনেকে এখনো বোনাস পেল না।এমনকি কেউ অসুস্থ হলে তার সাম্মানিক ভাতা সাড়ে চার হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে। করোনায় আক্রান্ত আশাকর্মীরা ১ লক্ষ টাকাও কর্মীরা পাচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে বিষয়গুলি বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না।

প্রকল্প কেন্দ্রের, তাসত্ত্বেও বর্তমান এই কঠিন পরিস্থিতিতে এরাজ্যের আশাকর্মীরা যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তার নিরিখে উপরিউক্ত সমস্যার সমাধান করে বেঁচে থাকার মতো উপযুক্ত বেতন- ভাতা প্রদানের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা
ইসমত আরা খাতুন।