সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ন’জি’র গড়লো ISRO, ৩ উপগ্রহ নিয়ে মহাকাশে পা’ড়ি দি’লো SSLV-D2

SSLV – D2 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। আর এর মাধ্যমে তিনটি নতুন উপগ্রহ EOS -07, Janus -1, ও AzaadiSAT -2 লঞ্চ করেছে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরো। ৪৫০ কিলোমিটার গতিবেগে বৃত্তাকারে কক্ষপথ প্রদক্ষিণ করবে এই তিনটি স্যাটেলাইট।

শ্রী হরি কোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে SSLV-D2। শুক্রবার সকাল নটা ১৫ মিনিটে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল উড়ে যায় মহাকাশে। ২০২৩ সালের ইসরোর প্রথম উৎক্ষেপণ এটি।

৩৪ মিটার লম্বা এই রকেট তা উৎক্ষেপণ করবার আগে সাত ঘন্টার একটি কাউন্ট ডাউন করা হয়। রকেটে থাকা EOS -07 হলো প্রথম স্যাটেলাইট যেটি পর্যবেক্ষণ করা হয়েছিল, আবার Janus-1 নামের উপগ্রহটি একটি মার্কিন সংস্থার তৈরি।

আরো খবর: “ডক্টরেট” উপাধি লা’গা’তে নি’ষে’ধা’জ্ঞা, সুবীরেশকে ক’ড়া বা’র্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তৃতীয় উপগ্রহটি চেন্নাইয়ের স্পেস কিডস ইন্ডিয়া তৈরি করেছে। EOS-07 স্যাটেলাইটটির ওজন ১৫৬.৩ কেজি। Janus এর ওজন ১০.২ কেজি। এবং আজাদী উপগ্রহর ওজন ৮.৭ কেজি। স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে প্রথম সংস্করণ উৎক্ষেপণ করা হয়েছিল ২০২২ সালের ৭ আগস্ট।

সেটি উৎক্ষেপণ আংশিকভাবে সফল হয়েছিল। তবে কক্ষপথ থেকে অনেকটা সরে গিয়েছিল ওই রকেট যার কারণে নানান রকম বাধা-বিপত্তি এসেছিল। এস এস এল ভি রকেট পৃথিবীর নিম্ন কক্ষপথ বরাবর ৫০০ কেজি, ভার উত্তোলন করে নিয়ে যেতে পারে। খুব কম খরচে মহাকাশে উপগ্রহ পাঠাতে সক্ষম এই রকেট।