সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু কো’ভি’ড নয়, আরো প্রায় ৩০ টি ভা’ই’রা’স মানুষের প্রা’ণ কে’ড়ে নিতে স’ক্ষ’ম! জেনে নিন

করোনাভাইরাসের দাপটে বিগত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে নাজেহাল হয়ে পড়েছেন বিশ্ববাসী। অতিক্ষুদ্র এই মারণ ভাইরাসের দাপটে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। এমন মহামারী কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। তবে করোনা শুধু একা নয়, এই বিশ্বে আমাদের আশেপাশে এমন অনেক ভাইরাস ঘুরছে যাদের প্রাণঘাতী ভাইরাসের তালিকায় ধরা যায়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জোনা মেজেট এই সম্পর্কিত একটি গবেষণা চালিয়ে তার রিপোর্ট সম্প্রতি প্রকাশ করে জানিয়েছেন, এই পৃথিবীতে রয়েছে ৮৮৭টি ভাইরাস, যার মধ্যে সবথেকে মারাত্মক ৩০টি ভাইরাসের তালিকা তিনি উপস্থাপন করেছেন। এই ভাইরাস গুলিকে তিনি প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন, স্থানীয় ভাইরাস, সেমি গ্লোবাল ও গ্লোবাল ভাইরাস।

এরমধ্যে স্থানীয় ভাইরাসের মধ্যে ক্ষতিকারক ভাইরাস হলো, Lassa Virus or Arenavirus, Ebola Virus or Filovirus, Marburg or Filovirus, SARS Coronavirus, Coronavirus 229E, SARS Related Beta Coronavirus Rp3, European Bat Lyssa Virus or Rabdovirus, Andes Virus or Bunyavirus, Puumala Virus, Chaerephon Bat Coronavirus, European Bat Lyssavirus 2, Laguna Negra Virus, Eidolon Bat Coronavirus ও Cowpox Virus। এরা প্রধানত একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে। সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে না।

একইভাবে সেমি গ্লোবাল ভাইরাসের তালিকায় রয়েছে, SARS-CoV-2, Nipah Virus, Simian Immunodeficiency Virus or Retrovirus, Coronavirus PREDICT CoV-35, Borna Disease Virus or Bornavirus, Longquan Aa Mouse Coronavirus, Monkeypox Virus, oronavirus PREDICT CoV-24। আর গ্লোবাল ভাইরাসের তালিকায় রয়েছে, Seoul Virus, Hepatitis E Virus or Hepevirus, Rabies Virus, Lymphocytic choriomeningitis virus, Rousettus Bat Coronavirus HKU9 , Murine Coronavirus ও Macaque Foamy Virus। যারা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।