সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো একটি দু’র্নী’তি’তে না’ম জড়ালো রাজ্যের, কলকাতা হাইকোর্টে দা’য়ে’র মা’ম’লা

পুর নির্বাচনের আগেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এবার ভারতের কলকাতাসহ সবকটি মেট্রো শহরের সুরক্ষার জন্য কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা টাকা নিয়ে দূর্নীতির অভিযোগ উঠলো রাজ্য সরকারের বিরুদ্ধে। মেট্রো শহরের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে কেন্দ্রের তরফ থেকে যা অর্থ বরাদ্দ করা হয়েছিল তা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এই আর্থিক দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। 2012 সালে দিল্লিতে নির্ভয়া কান্ডের পর নারী সুরক্ষার খাতিরে দেশের মেট্রো শহরগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্র সরকার। সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে কলকাতাসহ দেশের প্রতিটি মেট্রো শহরে সিসিটিভি বসানোর জন্য মোট 181 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

181 কোটি টাকার মধ্যে 56 কোটি টাকা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়। তবে 2019 সাল থেকে কলকাতায় সিসিটিভি বসানোর কোনও কাজই নাকি হয়নি! এই নিয়ে বুধবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সায়নী সেনগুপ্ত নামের এক আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন।

আইনজীবীর বক্তব্য শহরে সিসিটিভি বসানোর জন্য প্রথমে কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে পুলিশ সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। এরপর ওয়েবলকে এই কাজ দেওয়া হয়েছিল। কিন্তু টেন্ডার নিয়ে দুর্নীতির মামলায় ফের কাজ থেমে যায়। এই কাজের সমস্ত টেন্ডার দুটি কোম্পানিকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে তার পরেও কাজ সম্পূর্ণ হয়নি।