সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ক’ডা’উ’ন থাকায় হা’তে কো’নো কা’জ নে’ই, প’থে বসেছেন জ’ন’প্রি’য় অভিনেতা, সাহায্যের আ’র্তি

করোনা আবহে একের পর এক মানুষের পথে বসার মতো অবস্থা। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীদের অবস্থাও অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। সুমিত সমাদ্দার – টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ। গতবছর দূর্গা পূজায় কাজ করার পর থেকে আর কোনো কাজই পাননি এই অভিনেতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও একই ছবি। বর্তমানে একটি অ্যাপ্সে গল্প পাঠ করেন তিনি, যদিও তার পারিশ্রমিক খুবই কম। তার মতে, “সব পেশাতেই এখন একইরকম অবস্থা। বেশিরভাগ শিল্পী একেবারে কাজহীনভাবে বসে গেছেন। সমবন্টন বলে একটা কথা ছিল ইন্ডাস্ট্রিতে, যার নমুনা অবশ্য এখন আর দেখা যায় না। যদিও সবাইকে কাজ দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছু অভিনেতার বসে থাকাটা সত্যি দুঃখজনক। ফোরাম অনেকের পাশে রয়েছে, তবে কর্মও তো জরুরি।”

সোশ্যাল মিডিয়া তে কিছু কিছু খবর ভাইরালও হচ্ছে যা সত্যি প্রমাণ করে যে এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন শিল্পীর আর্থিক অবস্থা সত্যিই খুব খারাপ।তারা কেউ সবজি বিক্রি করছেন, কেউ বা মাছের ব্যবসায় যুক্ত হয়েছেন, আবার কেউ কেউ হাত পাততেও দ্বিধাগ্রস্ত হননি। অনীক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্র ভূতনাথ ভান্ডারি। যেটিতে অভিনয় করেছিলেন সুমিত সমাদ্দার। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাইশে শ্রাবণ সিনেমাতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। তাঁর অভিনয় দক্ষতা নিঃসন্দেহে তারিফ করার মতো।

কমেডির পাশাপাশি ভিলেন সব চরিত্রই তার অসাধারণ প্রতিভা শৈলীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শুধু অভিনয় নয় পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত থেকেছেন বহুদিন। তাঁর ‘অভিলাষা’ নামক একটি ব্যান্ডও ছিল। রাঘব চট্টোপাধ্যায় এর “চাঁদ কেন আসেনা আমার ঘরে” গানটি তাঁর লেখা। এছাড়াও রূপঙ্কর, শুভমিতার মতো শিল্পীরাও তার লেখা গানে গলা দিয়েছেন। বিখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র তার সঙ্গে বহু দিন কাজ করেছেন। এরকম শিল্পীও আজকাল কাজ পায়না?? সত্যি ভাবা যায়না!!