Home রাজনীতি হটাৎ করেই একাধিক প’দ থেকে প’দ’ত্যা’গ করলেন টিএমসি বিধায়ক, জ’ল্প’না রাজনৈতিক ম’হ’লে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হটাৎ করেই একাধিক প’দ থেকে প’দ’ত্যা’গ করলেন টিএমসি বিধায়ক, জ’ল্প’না রাজনৈতিক ম’হ’লে

এবার দল ত্যাগ করলেন তৃণমূল বিধায়ক পার্থও ভৌমিক। দলের কাজ সামলে কমিটির কাজ সামলানো যাচ্ছিল না, এমন মন্তব্য করে দুটি গুরুত্বপূর্ণ কমিটির থেকে পদত্যাগ করে দিলেন তিনি। যদিও ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক হওয়ার পাশাপাশি ছিলেন দমদম এবং ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি। পাবলিক একাউন্টস কমিটি সদস্য এবং শিল্প বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। কিন্তু বর্তমানে বিধানসভার শিল্প বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং একাউন্টস কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি।

রাতারাতি এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করার কথা শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। বিধায়ক বলেন, এই ঘটনার পেছনে কোনো কারণ যদি খোঁজেন তাহলে তা অর্থহীন হবে। বিধানসভার একাধিক কমিটির সদস্য, একাধিক কমিটির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি নবগঠিত ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতিত্ব একসাথে কাজ সামলানো সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি।

Partha Bhowmick, MLA of Naihati Assembly Constituency in West Bengal, MLA  of West Bengal, Vidhan Sabha MLA, Nationsroot

উপ-নির্বাচনে জয়ী হওয়া ৭ জন বিধায়ক দের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ছাড়া আর বাকি পাঁচজন সদস্য যারা বিধানসভায় এসেছিলেন, তাদের কমিটিতে ঢোকানো প্রয়োজন আছে। পার্থবাবুর এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে আরো একবার সতর্ক হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একজনের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে না দিয়ে দায়িত্ব ভাগ করে দেবার সময় এসেছে।