সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের প্র’থ’ম সূর্যগ্রহণ, আমাদের দেশ থে’কেও দে’খা যা’বে, জেনে নিন তারিখ ও সময়

সম্প্রতি চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখেছেন ভারতবাসী। এবার চলতি বছরের প্রথম সূর্য গ্রহণেরও সাক্ষী রাখতে চলেছে সম্পূর্ণ বিশ্ব। আগামী ১০ই জুন চলতি বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে। প্রথম চন্দ্রগ্রহণের ঠিক ১৫ দিনের মাথাতেই হতে চলেছে সূর্য গ্রহণ। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৬শে মে, বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছিল। আগামী ১০ই জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে সূর্যগ্রহণ।

আমেরিকার উত্তর ভাগ, রাশিয়া, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং এশিয়া থেকে আংশিক ভাবে সূর্যগ্রহণ দেখতে পারবেন মানুষ। ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশে সূর্যগ্রহণ দেখা যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। উল্লেখ্য চলতি বছরের প্রথম সূর্য গ্রহণটি কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়।রিং অব ফায়ার এর আকার ধারণ করবে গ্রহণের সময়।

সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পড়বে সূর্যের উপর। যার ফলে সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢেকে যাবে। তবে সূর্যকে অনেকটা হীরের আংটি মত দেখাবে। বেলা ৩টে ১৯ মিনিট নাগাদ সূর্যকে আবার সম্পূর্ণ রূপে দেখা যাবে। ৪ টে ১১ মিনিট নাগাল পরিপূর্ণ গ্রহণ শুরু হবে। বিকেল ৫ টা ৩ মিনিট নাগাদ সূর্য গ্রহণ শেষ বারের মত দেখা যাবে। ৬টা ৪১ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষবার দেখা যাবে।