সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Breaking: ফের ফিরে এলো ২০১১-র ভ’য়া’ন’ক স্মৃতি, তী’ব্র ভূমিকম্পে কেঁ’পে উ’ঠ’লো জাপান, সুনামি স’ত’র্ক’তা জারি

এখনো পর্যন্ত বিশ্বের থেকে করোনার দাপট পুরোপুরি কম হয়নি, এদিকে আবার রাশিয়া ইউক্রেনের সংঘাত যা তৃতীয় বিশ্বযুদ্ধ কে আহ্বান করে চলেছে।ঠিক এই সময়েই পৃথিবীর বুকে আরেক সমস্যার কথা উঠে আসলো ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী।

আজ বুধবার হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, যেমন-তেমন ভূমিকম্প নয়। একেবারে ভূমিকম্পের জোর অনেকটাই, যার কারণেই সংস্থার তরফ থেকে সুনামির আতঙ্কের বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞানীরা মনে করছেন, এই ভূমিকম্প হয়তো ফের সুনামিকে ডেকে আনতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন ভূমিকম্পের মাত্রা ৭.৩ ,যার উৎসস্থল ফুকুশিমা অঞ্চলের ৬০ কিমি গভীরে। এই ভয়ঙ্কর ভূমিকম্পের কম্পন মানুষকে ফের আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে।মনে করা হচ্ছে এই ভূমিকম্প জাপানকে আগামীতে আরো বেশী অসুবিধায় ফেলতে পারে। কারণ ফিরে আসতে পারে আবার সুনামী।

আরো পড়ুন: মুখ একদম কড়াতের ম’তো, ভ’য়া’ন’ক দেখতে মাছ মৎস্যজীবীদের জা’লে ধ’রা পড়লো

এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি শহরে। তবে পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২০১১ সালে ঠিক একই জায়গায় ভূমিকম্প হয়েছিল।

২০২২ অর্থাৎ ঠিক ১১ বছর পর তীব্র ভূমিকম্প একই জায়গায়। আজ বুধবার ভূমিকম্পের মাত্রা এতটাই ছিল, যার কারণে কোনোভাবেই সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়নি।

২০১১ সালের যে ভূমিকম্প হয়েছিল জাপানে, সেই কারণেই ফুকুশিমার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এবারও ঠিক একই জায়গায় ভূমিকম্প হওয়ার কারণেই আরও বেশী চিন্তার মুখে জাপান সরকার।

ইতিমধ্যে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, আগের বারের মত কোনো ভুল ত্রুটি করতে চায় না জাপান সরকার। তবে এর থেকেও ভয়ানক খবর হল, সুনামির সতর্ক বার্তা জারি করা হয়েছে সেই জায়গায়।