সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ময়দার দাম নিয়ন্ত্রণে ব’ড়ো পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার

দেশীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিনে দিনে আগুন হয়ে উঠছে, আর সেই কারণেই সাধারণ মানুষের মাথায় হাত। ময়দার দামের বাড়বাড়ন্তে এবার লাগাম টানতে চলেছে মোদী সরকার। রফতানি সংক্রান্ত নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গতকাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে CCEA -র অনুষ্ঠিত একটি বৈঠকে দেশীয় বাজারে ময়দার প্রাপ্যতা নিশ্চিত করতে ময়দা রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে কমিটি অনুমতি প্রদান করেছে।

এর আগে অবশ্য গত মে মাসে গম সরকারের পক্ষ থেকে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর এর পর থেকেই আন্তর্জাতিক বাজারে ময়দার চাহিদা বেড়ে গিয়েছে। এই বছরেরই এপ্রিল-জুলাই মাসে ভারত থেকে ময়দা রফতানি 200 শতাংশ বেড়ে গিয়েছিল। আর এবারের ময়দা রফতানিতে যেহেতু নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তাই আশা করা যাচ্ছে যে দেশীয় বাজারে ময়দার দাম হয়তো কমতে পারে।

এ প্রসঙ্গে CCEA র তরফে Directorate General of Foreign Trade (DGFT) শীঘ্রই এই সিদ্ধান্ত নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করবে বলে খবর। এই বিষয়ে সরকারি সূত্রে জানা গিয়েছে, এর আগে ময়দা রফতানি কোনো নিয়ম না থাকলেও দেশের বাজারে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং দেশে ময়দার দাম নিয়ন্ত্রণ করতে এই নিয়মে অবশ্যই সংশোধন দরকার ছিল।

আরো পড়ুন: দর্শকদের অ’প’মা’ন, এবার করিনাকে আ’রো বি’প’দে ফেলতে এই গাড়ির ব্র্যান্ডকে ব’য়’ক’টে’র ডা’ক নেটিজেনদের

2022- এ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেন গম রফতানি বন্ধ করে দিয়েছিল। আর সেই কারণেই কয়েকদিন গমের জন্য চারিদিকে হাহাকার রব উঠেছিল। দেশের বিচারে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই গম রফতানিতে তালিকার প্রথমেই রয়েছে।

2021-22 সালে এদেশ থেকে আন্তর্জাতিক বাজারে মোট 7 মিলিয়ন টন গম রফতানি হয়েছিল, যার দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় 2.05 বিলিয়ন মার্কিন ডলার। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। 2020 সালে বিশ্বের মোট গম উৎপাদনের প্রায় 14 শতাংশ ভারতেই চাষ করা হয়েছিল। গত আর্থিক বছরে মোট গম রফতানির প্রায় 50 শতাংশই বাংলাদেশে পাঠানো হয়েছে।